মাদকমুক্ত ডিজিটাল ইউপি গড়তে চাই : মোঃ ওমর আলী

159
আরিফুর রহমান
সৃষ্টিশীল কল্যানমূলক কাজ সবাই করতে পারে না তন্মধ্যে কেউ না কেউ এ কাজ আমৃত্যু কাজ করার বাসনা নিয়ে এ সংগ্রাম মুখর জীবন উপভোগ করে যায়।  মানুষের কল্যানের চিন্তায় বিভোর একটি সত্ত্বা প্রতিনিয়ত এভাবেই মানুষের জন্য কিছু করার জন্য ব্যাকুল থাকে। তার নিষ্ঠা ধ্যান ধারণা এর একাগ্রতার ফলে তিনি একসময় সুনির্দিষ্ট লক্ষ্যে পৌছতে  পেরেছেন। মানুষের অগাধ ভালবাসা শ্রদ্ধা পেয়েছেন আর একই সাথে জনপ্রিয়তার উচ্চ শিখরে আহরন করতে পেরেছেন মোঃউমর আলী। তিনি কুষ্টিয়ার মিরপুর  উপজেলার কুরসা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান   হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সক্রিয় ভাবে নিয়োজিত আছেন।
cintv24 এর কাছে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই আমার সাধারন মানুষের জন্য কিছু করার প্রত্যাশা ছিল। বিভিন্ন সময়ে যখন দেখতাম সাধারন খেটে খাওয়া মানুষ নির্যাতিত নিপীড়িত হচ্ছে তখনই আমার মনে পরিকল্পনা আসে যে তাদের জন্য কিছু করতে হবে। সেই দায়বদ্ধতা থেকেই জনসেবার কাজে সম্পৃক্ত হওয়া।
বর্তমান সরকারের আমলে এই এলাকার উন্নয়নের বিষয়ে জানতে চাইলে তিনি cintv24 কে বলেন,এই সময়ে অনেক উন্নয়ন ঘটেছে। রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ সহ অনেক উন্নয়ন হয়েছে। তার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে তিনি আমাদের নিয়ে ভাবেন এবং গরীব দুঃখী অসহায় সাধারন মানুষের পাশে দাঁড়ান।
আমাদের এলাকার অনেক মানুষ এখনো দরিদ্র। প্রকৃতির সাথে তারা প্রতিনিয়ত যুদ্ধ করে বেচে থাকে। তাই সেই অল্প বরাদ্দে এই সীমাহীন চাহিদা পুরন করা সম্ভব হয় না।তাছাড়া কর্মসংস্থানের অভাবের কারনে অনেকেই বেকার থেকে হতাশায় ভুগছেন যার ফলে বাড়ছে মাদক গ্রহনের প্রবনতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। তাই আগামী সময়ে আমার লক্ষ্য এই এলাকাকে মাদকমুক্ত করে একটি ডিজিটাল এলাকায় রূপান্তরিত করা।