উন্নয়নে মডেল হবে নন্দলালপুর ইউনিয়ন; মোঃ নওশের আলী

237
আরিফুর রহমান সেতু, স্টাফ রিপোর্টার
রবীন্দ্রনাথের স্মৃতি বিজরিত কুমারখালী উপজেলার অন্যতম একটি ইউনিয়ন হল নন্দলালপুর ইউনিয়ন। কালের পরিক্রমায় অনেকটাই উন্নত এই নন্দলালপুর ইউনিয়ন। ঢাকা কুস্টিয়া মহাসড়কের পাশে অবস্থিত এই ইউনয়নে ঘটেছে আমূল পরিবর্তন যার মূল কারিগর হিসেবে কাজ করেছেন নন্দলালপুর ইউ পি চেয়ারম্যান মোঃ নওশের আলী ।
একান্ত আলাপনে মোঃনওশের আলী CINtv24 কে বলেন, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও দশের জন্য অনেক কিছু করেছেন। তারই চিন্তা ভাবনার ফলাফল আজকে আমরা পাচ্ছি। তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে অনেক কিছু করছেন। তারই নির্দেশ মোতাবেক তার কাজের প্রতিফলন ঘটিয়েছি মাত্র। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বলেছেন গ্রাম হবে শহর। আজ সেই কাজেরই প্রতিফলন ঘটেছে আমার এই নন্দলালপুর ইউনিয়নে। এই এলাকার প্রায় ১৫ টি স্থানে ইতিমধ্যে সড়ক বাতি লাগানো হয়েছে। এখন শহরের অনেক কাজ আমাদের এই ইউনিয়ন পরিষদের মাধ্যমে করা যায়। জমির পর্চা থেকে শুরু করে পাসপোর্ট এর আবেদন সবই এখান থেকে করা যায়। এজেন্ট ব্যাংকিং সেবার ফলে এখানে বিদেশ থেকে পাঠানো টাকা উঠানো যায়, ঘরে ঘরে বিদ্যুৎ,  বছরের শুরুতে বই উৎসবের মাধ্যমে বই বিতরন সবই আমাদের বাংলাদেশ এগিয়ে যাবার একেকটি ধাপ। আমি শুধু আমার এলাকায় সরকারের কাজের বাস্তবায়ন করার চেস্টা করেছি মাত্র। তবে এর যা প্রতিফলন ঘটেছে,  আগামীতে যাতে আর কখনো নৌকায় ভোট চাওয়া না লাগে, জনগন যাতে আওয়ামীলীগের উন্নয়ন দেখে নৌকায় ভোট দেয় আমি এই নন্দলালপুর ইউনিয়নে এইরকম একটি উন্নয়নের উদাহরন রেখে যেতে চাই।