খুলনায় নগর যুবলীগের কমিটি হওয়ায় সংবর্ধনা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত 

215
মোঃ আল আমিন খান, খুলনা ব্যুরো   
শুক্রবার বিকেল ৪ টায় খুলনার যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আনন্দ মিছিলের আয়োজন করে। মিছিলটি মহানগরীর শিববাড়ি মোড়ে থেকে শুরু হয়ে শঙ্খ মার্কেটর দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিল শেষে সন্ধ্যা ৬ টায় খুলনার আওয়ামী লীগের দলীয় কর্যালয়ে নবগঠিত যুবলীগের আহ্বায়ক কমিটির নেতারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নবগঠিত মহানগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহ্বায়ক শেখ শাহজালাল হোসেন, কমিটির সদস্য এসএম হাফিজুর কামরুল ইসলাম, আবদুল কাদের শেখ, অ্যাডভোকেট আল-আমিন, আবুল হোসেন, শেখ মোহাম্মদ আলী, অভিজিত চক্রবর্তী দেবু, ইমারন খান, কবির পাঠান, তাজেদুল ইসলাম তাজ,  ইমাম খান আকাশ, কাজী ইব্রাহিম মার্শাল, জুয়েল হাসান দীপু, সাজ্জাদুর রহমান লিংকন, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, মেহেদী মোড়ল, কে এম শাহিন, ইয়াসিন আরাফাত ও রাশেদুল ইসলাম রাশেদসহ খুলনার যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, মহানগর যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০০৩ সালে। সম্মেলনে আনিসুর রহমান পপলু সভাপতি এবং আলী আকবর টিপুকে সাধারণ সম্পাদক করা হয়। সেই কমিটি ভেঙে দিয়ে ২০০৯ সালের ১১ জানুয়ারি আনিসুর রহমান পপলুকে আহ্বায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তাতে আগের কমিটির নেতাদেরই আধিপত্য ছিল। সেই হিসেবে প্রায় ১৭ বছর পর নতুন ব্যক্তিদের দিয়ে যুবলীগের এই কমিটি গঠন করা হলো।