কাটাখালী হাইওয়ে পুলিশের ওপেন হাউজ-ডে পালিত

242

ফকিরহাট থানা প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে নিরাপদ সড়ক চাই, সুষ্ঠু ভাবে গন্তব্যে যাই, জনতাই পুলিশ, পুলিশই জনতা। এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ওপেন হাউজ-ডে অনুষ্ঠান ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় থানা ভবনে অনুষ্ঠিত হয়েছে। কাটাখালী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে এস আই আজিজ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন, মহেষপুর বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, রুপসা বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির প্রতিনিধি শোভন কুমার দাশ, মহিষপুরা বাস মিনিবাস মালিক সমিতির প্রতিনিধি স্বপন কুমার দাশ, ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ সিহাব উদ্দিন রুবেল, সিনিয়র সাংবাদিক পি কে অলোক, এইচএম নাসির উদ্দিন,বাদশা আলম, খুলনা রিপোর্টাস ক্লাবের সভাপতি বিএম রাকিব হাসান, মেহেদী হাসান ,সাকিব শেখ,কামরুল হোসেন, ডাঃ আল মামুন, রবিউল ইসলাম প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন কাটাখালি হাইওয়ে থানার এস,আই বাচ্চু, এ,এস,আই আরিফ হোসেন, এ,এস,আই ওয়াহিদুর জামান, পুলিশ সদস্য খালেদ, নজরুল ইসলাম, শরিফ শেখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সভায় সড়ক দুর্ঘটনা রোধ কল্পে ব্যাবস্থা গ্রহন, যেখানে সেখানে গাড়ী পার্কিং না করা, ট্রাফিক ব্যবস্থা গ্রহন, চুরি ডাকাতী প্রতিরোধ,মহাসড়কের উপর হাটবাজার বসা বন্ধ,সমস্ত যানবাহনের গতি নিয়ন্ত্রন রেখে চলাচল বিষয় ও সাইড সোল্ডার পুনঃ সংস্কার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এসময় শ্রমিকনেতা জনপ্রতিনিধি সাংবাদিক সমাজসেবক সহ সুশীল সমাজের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।