দূর্গাপূজায় ভারতকে ৫০০টন ইলিশ দিবে বাংলাদেশ

221

দুর্গাপূজা উপলক্ষে ভারতে শুভেচ্ছা হিসেবে সর্বোচ্চ ৫০০ টন ইলিশ পাঠানোর অনুমতি দিয়েছে সরকার। কেবলমাত্র একজন রপ্তাণিকারক ভারতে এই ইলিশ পাঠানোর সুযোগ নিতে পারবেন। আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো আব্দুল লতিফ বাকসি এ তথ্য জানান। পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা পালন উৎসব আগামী ৪ অক্টোবর থেকে শুরু হবে। আব্দুল লতিফ বাকসি বলেন, এটি রপ্তানির কোনো বিষয় নয়। দুর্গাপূজার শুভেচ্ছা হিসেবে ভারতে এই ৫০০ টন ইলিশ পাঠানো হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে শুধু একবারই পাঠানো হবে। তিনি বলেন, বাংলাদেশের ব্যবসায়ীরা ভারতের কলকাতায় ইলিশ নিয়ে যাবেন। পরে সেখানকার বাজারে তা বিক্রি করবেন। মূলত কলকাতার বাজারেই এই ইলিশ বিক্রি হবে।