শিরোমনিতে আ’লীগের প্রাথমিক সদস্য থেকে বাদপড়া নেতাকর্মীদের প্রতিবাদসভা

223

খুলনা থেকে এম হুসাইন সাব্বির।।

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার ৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে দলের দুটি পক্ষ মুখোমুখি মুখি অবস্থানে।সম্মেলনকে কেন্দ্র করে যে কোন সময়ে সংঘর্ষের আশংকা দেখা দিয়েছে। রোববার বিকাল ৪টায় খুলনা _যশোর মহাসড়কের শিরোমণি এলাকায় তিনটি ওয়ার্ডের প্রাথমিক সদস্য টিকিটের তালিকায় স্থান না পাওয়া বঞ্চিত নেতা-কর্মীরা ‘‘আওয়ামীলীগ বাঁচাও অনুপ্রবেশকারী জামায়াত-বিএনপি হটাও’’ স্লোগান দেয়।

জাতীয় শ্রমিকলীগ মহানগর উত্তরের সভাপতি আলহাজ্জ শেখ আনছারের সভাপতিত্বে এবং আ’লীগ নেতা শেখ আসলাম হোসেনের পরিচালনায় মানববন্ধনে ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম।

প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামীলগের কার্যনির্বাহী সদস্য থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা স.ম রেজওয়ান আলী। বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মিনা, জেলা তাতীলীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরক, থানা আওয়ামীলীগ নেতা শেখ জাকারিয়া, মেম্বর মো. বখতিয়ার, মেম্বার হুমাউন কবির, মাহমুদ হাসান, মহিলা মেম্বর আম্বিয়া, মেম্বর খোকন কুমার নন্দী, হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পারিষদের খানজাহান আলী থানা সভাপতি অমল পাল, শেখ জাফরিন, মনিরুজ্জামান বাবুল, মো. শাহজাহান. আ. সালাম গাজী, আমজাদ হোসেন, ছাত্রলীগ নেতা খান মোসাদ্দেক হোসেন, ইমন, শেখ নাজমুল হক অয়ন,শেখ বাধন, বেলাল হোসেন, থানা মহিলা আওয়ামীলীগের সভাপতি মোক্তা বেগম, সহ-সভাপতি শিউলী আক্তার, হোসনে আরা বেগম, শাহনা পারভীন প্রমুখ নেতৃবৃন্দ।