খুমেক হাসপাতাল ‍ও ইউনিসেফের সহযোগিতায় অতি অপুষ্টি ব্যবস্থাপনার উপর বিশেষ প্রশিক্ষন

243

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেকহা) এবং ইউনিসেফের সহযোগিতায় খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) আয়োজিত তিন দিন (১৯-২১ নভেম্বর, ২০১৯) ব্যাপী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্যাম (Severe Acute malnutrition ) ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণটি উদ্বোধন করেন পলাশ কান্তি বালা, প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্ম সচিব, কেসিসি এবং ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ভারপ্রাপ্ত পরিচালক, খুমেকহা। MICS: 2019, National Data-অনুযায়ী খুলনা বিভাগের অপুষ্টির হার: বয়সের তুলনায় কম ওজন (১৮.৭%), বয়সের তুলনায় কম উচ্চতা (২০.৬%) এবং উচ্চতার তুলনায় ওজন কম (৯.৩%)। এই অপুষ্টির হার কিভাবে কমিয়ে আনা যায়, মারাত্মক অপুষ্টিতে আক্রান্ত শিশুদের সনাক্তকরণ ও তাদের হাসপাতালে ভর্তিকালীন চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণে আলোচনা করা হয়। উক্ত প্রশিক্ষণে খুমেকহা এবং খুলনা জেলা হাসপাতাল থেকে চিকিৎসক ও নার্স সহ ১৭ জন অংশগ্রহণ করেছেন। ডাঃ মোঃ আব্দুল আলীম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, এনএনএস, আইপিএইচএন ও ডাঃ মুনিরুল ইসলাম, গবেষক আইসিডিডিআর,বি থেকে আগত রিসোর্স পারসন দ্বারা প্রশিক্ষনটি সফলভাবে পরিচালিত হয়েছে। প্রশিক্ষনের সমাপনী অধিবেশনে উপস্থিত ছিলেন ডাঃ এ টি এম মনজুর মোর্শেদ, পরিচালক-খুমেকহা; প্রফেসর ডাঃ এ কে এম মামুনুর রশীদ-বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, খুমেকহা; মোঃ আজমুল হক, সচিব, কেসিসি; ডাঃ এ কে এম আব্দুল্লাহ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা, কেসিসি; ডাঃ স্বপন কুমার হালদার, স্বাস্থ্য কর্মকর্তা, কেসিসি।