দিঘলিয়া উপজেলার  শীর্ষ সন্ত্রাসী রিপন শেখ ওরফে  কনডম রিপন গ্রেফতার

212
এম হুসাইন সাব্বির, ক্রাইম রিপোর্টার
গতকাল বুধবার দিঘলিয়া উপজেলা  এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অপারেশন পরিচালনা করে খুলনা জেলার দিঘলিয়া থানাধীন ফরমায়েশখানা গ্রামে র‍্যাব-৬, খুলনার একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে রাত  ১২.৩০ ঘটিকায় দিঘলিয়া উপজেলার ফরমায়েশখানা গ্রাম থেকে শীর্ষ সন্ত্রাসী রিপন
শেখ ওরফে কনডম রিপনকে তার বাসা থেকে গ্রেফতার করা হয়। অতঃপর রিপনের তথ্য মতে বাড়ির পাশে  কবর স্থান হতে  একটি বিদেশী পিস্তল, ওয়ান স্যুটার গান-০১টি,  পিস্তলের এ্যামোনিশন-০৯ রাউন্ড, ম্যাগাজিন -০১টি, দেশীয় অস্ত্র রামদা-০৭টি, মোবাইল ফোন -০৪টি,  সীমকার্ড-০৪টি, মেমোরী কার্ড-০১টি, নগদ ১৩৫০/-টাকা উদ্ধার করা হয়। এরপর রিপনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী মোঃ আব্দুল্লাহ কাওছার (২৪) এবং মোঃ ইকবাল শেখ (২৭) কে তাদের বাসা থেকে গ্রেফতার করা হয় এবং সেখান থেকে ১২টি রামদা উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, শীর্ষ সন্ত্রাসী রিপন শেখ ওরফে কনডম রিপন এর নামে খুলনা জেলার বিভিন্ন থানায় ০৮টি
সন্ত্রাসী ও চাঁদাবাজির মামলা রয়েছে। গ্রেফতারকৃত শীর্ষ সন্ত্রাসী ও তার সহযোগীদের নাম ও ঠিকানা : (১) মোঃ রিপন শেখ ওরফে কনডম রিপন (৩০), পিতা-মৃত-শেখ মোঃ আনসার আলী,
সাং-ফরমায়েশখানা, থানা-দিঘলিয়া, জেলা-খুলনা (২) মোঃ আব্দুল্লাহ কাওছার (২৪), পিতা-মোঃ বাবলু হোসেন, সাং-সিংগা বাইপাস সদর, থানা-পাবনা সদর, জেলা-পাবনা, বর্তমান সাং-ফরমায়েশখানা, থানাঃ দিঘলিয়া,
জেলাঃ খুলনা (৩) মোঃ ইকবাল শেখ (২৭), পিতা-মোঃ আকরাম শেখ, সাং-কাশিপুর,
থানা-খালিশপুর, খুলনা বর্তমান সাং- ফরমায়েশখানা, থানাঃ দিঘলিয়া,
জেলাঃ খুলনা আটককৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে খুলনা জেলার দিঘলিয়া থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।