খুলনায় জমিজমা সংক্রান্ত শালিস করার দায়ে ওসিসহ তিন পুলিশ সদস্য প্রত্যাহার

250
খুলনা ব্যুরো   
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমিজমা সংক্রান্ত শালিস করার দায়ে খুলনার বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, এএসআই মিকাইল হোসেন ও এএসআই কামরুল ইসলামকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চলছে। বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ বলেন, প্রশাসনিক কারণ দেখিয়ে তাদেরকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। খুলনা পুলিশ সুপারের নির্দেশে গত ৫ ডিসেম্বর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। অভিযোগে জানা যায়, বটিয়াঘাটা উপজেলার সিলিন্দামারী নামক স্থানে জনৈক গোবিন্দ বাড়ই এর জমিজমা সংক্রান্ত মামলায় আদালত ওই জমিতে স্থিতিবস্থা জারি করেন। কিন্তু থানার ওসি ও দুই এএসআই আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ওই জমির মালিকানা নিয়ে শালিস বৈঠক করেন। এ সময় আর্থিক লেনদেনের ঘটনাও ঘটে। এ বিষয়ে গোবিন্দ বাড়ৈই পুলিশ সুপার বরাবর আবেদন করলে ওই তিন পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে বলে জানা যায়।