ভারতের নাগরিকত্ব আইনকে বৈষম্যমুলক : জাতিসংঘ

145

মুসলিমদের বাদ রেখে ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন করাকে ‘মৌলিকভাবে বৈষম্যমুলক প্রকৃতির’ বলে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক অফিস। একই সঙ্গে তারা এই আইনটি পর্যালোচনার আহ্বান জানিয়েছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক মুখপাত্র জেরেমি লরেন্স ব্রিফিংয়ে বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ মৌলিকভাবেই বৈষম্যমুলক প্রকৃতির বলে আমরা উদ্বিগ্ন। আমরা এটা অনুধাবন করতে পারি যে, ভারতের সুপ্রিম কোর্ট নতুন এই আইনটি পর্যালোচনা করবেন এবং আন্তর্জাতিক মানবাধিকারের বাধ্যবাধকতার প্রতি সঙ্গতি রেখে সতর্কতার সঙ্গে তা বিবেচনা করবেন। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়ে জানিয়েছে, বিতর্কিত এই আইনটির প্রতিবাদে শুক্রবার দিল্লিতে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থীর সঙ্গে পুলিশের সহিংস সংঘর্ষ হয়েছে। তবে প্রধানমনত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকার বলেছে, এই আইনের মাধ্যমে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া হবে।