খুলনায় ছাত্র অধিকার পরিষদ উদ্যোগে বিজয় দিবস উদযাপন

263
এম হুসাইন সাব্বির-ক্রাইম রিপোর্টার (খুলনা)
সারা দেশের সাথে উৎসবের সাথে খুলনায় ছাত্র অধিকার পরিষদ, খুলনার বিজয় দিবস উদযাপন। স্বাধীনতার ৪৮ বছরে অনেক প্রাপ্তি অপ্রাপ্তিকে সাথে নিয়েই এবার পালিত হলো বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, খুলনা শাখার উদ্যোগে খুলনায় ছাত্র অধিকার পরিষদের ব্যতিক্রমধর্মী বিজয় উৎসব উদযাপন” সকাল ৮ টায় গল্লামারী বদ্ধভূমিতে পুষ্পার্পণ এবং সকাল ১১ টায় খালিশপুরের ইউসেপ স্কুলে শীতার্তদের জন্য মানবতার দেয়াল উদ্বোধন করা হয় ।
আজ বিজয় দিবস উদযাপনে শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি উদ্বোধনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের খুলনা শাখার আহ্বায়ক মোঃ আমিনুর রহমান সহ উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামান্না ফেরদৌস শিখা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তামিম তাইবুর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ
আহ্বায়ক, আমিনুর বলেন, আমরা বিজয় উদযাপন করলেও গত দুটি মৃত্যু খুলনা বাসীকে কাঁদিয়েছে। পাটকল শ্রমিকদের অনশনে দুজন মারা গেল কোন প্রতিক্রিয়া নাই শাসক গোষ্ঠীর।
আমরা ব্যাথিত আর লজ্জিতও বটে। যুগ্ম আহবায়ক তামান্না বলেন, ছাত্র অধিকার পরিষদ একটি মানবিক সংগঠন, যা মানবতার জন্য কাজ করার পাশাপাশি সামাজিক নানা অনাচারের বিরুদ্ধে আওয়াজ তুলে যাচ্ছে।
অল্প সময় আমাদের সাংগঠনিক বয়স হলেও, খুলনাবাসীর নিকট প্রচুর সমর্থন পাচ্ছি, আমরা আগের চেয়ে অনেক  সংগঠিত। আমরা বিশ্বাস করি আমাদের হাত ধরেই দেশের জন্য ভালো কিছু বয়ে আসবে।এসময় আরো উপস্থিত ছিলো তানভীর বিন মুনসুর, এম হুসাইন, বিপ্লব,আলিফ সবুজ,আবির আদর, হিমু,সোহেল রানা, তামান্না, রুপা,আলিমুল, তুহিন, বেলালসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন.