খুলনায় নৌবাহিনী স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

365

সাইদুল ইসলাম-দৌলতপুর থানা প্রতিনিধি

মনোমুগ্ধকর নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে খুলনায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ৪০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিশু কিশোরদের সুস্থ দেহ ও সুস্থ মন গঠনের লক্ষ্যে (২৭ জানুয়ারি ২০২০)সোমবার সকাল থেকে দিনব্যাপী এ অনুষ্ঠান উদযাপিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, এনপিপি, আরসিডিএস, এএফডব্লিউসি, পিএসসি , কমান্ডার খুলনা নেভাল এরিয়া ও সভাপতি, বিএন স্কুল এন্ড কলেজ খুলনা। প্রতিযোগিতার বিভিন্ন আয়োজনের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ সৃষ্টি করে শিক্ষার্থীদের ‘যেমন খুশি তেমন সাজো’। শিক্ষার্থীদের অনেকে এর মধ্য দিয়ে চলমান বাংলার “শীতকালীন ঐতিহ্য” দিকটি তুলে ধরার চেষ্টা করে। বিশেষ করে “শীতকালীন ভাপা পিঠা” তৈরি ও “খেজুর গাছের গাছি” ফুটে ওঠে তাদের সাজে। আমন্ত্রিত পুরুষ অতিথিদের পা দিয়ে গোলে ফুটবল নিক্ষেপ, পুরুষ অভিভাবকদের দৌড় প্রতিযোগিতা, মহিলা অভিভাবকদের বাজনার তালে তালে “বালিশ বদল” ও “মার্বেল চামস দৌড়” বাড়তি আর্কষণ সৃষ্টি করে। চমৎকার গান ও বাজনার তালে তালে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর মাঠ ডিসপ্লে ও সুশৃঙ্খল কুচকাওয়াজ আয়োজনকে করে তোলে আরও উপভোগ্য।

এদিন বিকাল শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা, কমান্ডার খুলনা নেভাল এরিয়া। এসময় তিনি মনোমুগ্ধকর পরিবেশনা ও প্রতিযোগিতায় অংশগ্রহনে ধারাবাহিকভাবে ভালো করার জন্য শিক্ষার্থীদের প্রশংসা করেন।