ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনো সেবা কার্যক্রম উদ্বোধন করেন এমপি নারায়ন চন্দ্র

205
আবু হামজা বাঁধন,  ডেক্স রিপোর্ট
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ দিনের প্রতিক্ষিত কাঙ্খিত আল্ট্রাসনোগ্রাম সেবা কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করেন এমপি নারায়ন চন্দ্র চন্দ। জানাযায়, ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বর্তমান টিএইচও শেখ কামাল হোসেন এর প্রচেষ্টায় হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সরাঞ্জাম আনা হয়েছে। যার মধ্যে আল্টাসনোগ্রাম অন্যতম। এ সেবার মাধ্যমে এ অঞ্চেলের হাজার হাজার মানুষের প্রত্যাশিত চিকিৎসা সেবার মান আরো একধাপ এগিয়ে যাবে বলে মনে করেন স্থানীয়রা। ফিতা কেটে হাসপাতালের দ্বিতীয়তলায় আল্টাসনোগ্রাম সেবার যাত্রা শুরু হয়। তবে সপ্তাহে ৩দিন আল্টাসনো সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
এমপি নারায়ন চন্দ্র চন্দ বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতে সর্বচ্চ অবদান রেখে যাচ্ছে। ফলে হাসপাতালে রোগিদের  সেবার মানউন্নয়নে কোন কমতি না থাকে সেজন্য সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে।
উপজেলা স্বাস্থ্য প.প কর্মকর্তা শেখ কামাল হোসেন জানান, হাসপাতালের চিকিৎসা সেবাকে আরো তড়ান্বিত করতে হলে ডিজিটাল এক্স-রে মেশিনের দরকার। এখন থেকে হাসপাতালের চিকিৎসা সেবা প্রত্যাশিদের কোন বিড়ম্বনায় পড়তে হবে না । সহজেই রোগিরা চিকিৎসা সেবা পাবে।
আল্টাসনোগ্রাম সেবা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা, ফুলতলা থানার ওসি মনিরুল ইসলাম, ডাঃ উষা, ডাঃ মনিরা, ডাঃ মিঠুন সহ অন্যান্য নার্স ও স্টাফরা।
উল্লেখ্য, আল্ট্রাসনোগ্রাম উদ্বোধন শেষে নারায়ন চন্দ্র চন্দ এমপি হাসপাতালে ভর্তি ও আগত  রোগিদের চিকিৎসা সম্পর্কে  খোঁজ খবর নেন।