সিঙ্গাপুরে বেড়েছে কনডমের চাহিদা

172
সিঙ্গাপুরে মাস্ক সংকটে বেড়েছে কনডমের চাহিদা!

চীনের পর সর্বাধিক করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর অন্যতম। এরই মধ্যে দেশটিতে ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এমন পরিস্থিতিতে গত ৭ ফেব্রুয়ারি দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটি।

কিন্তু দ্রুত ছড়িয়ে পড়তে থাকা প্রাণঘাতী এই ভাইরাসের আতঙ্কে ইতোমধ্যে সিঙ্গাপুরের মানুষজন খাবার-দাবার সংরক্ষণ শুরু করেছে। সংক্রমণের হাত থেকে বাঁচতে সবাই মাস্ক পরাও শুরু করেছে। কিন্তু শুধু মাস্কই নয়, সুপারশপ ও ফার্মেসি থেকে স্যানিটাইজার, টিস্যু ও খাদ্যসহ বিভিন্ন পণ্য শেষ হয়ে গেছে। যদিও সিঙ্গাপুরের সরকার জানিয়েছে, খাদ্য ও অন্যান্য পণ্য অহেতুক জমা করার কোনও দরকার নেই। তারপরও মানুষজনের মন থেকে আতঙ্ক কোনোভাবেই কাটছে না। এরই মধ্যে শোনা যাচ্ছে, এখন নাকি সিঙ্গাপুরের মানুষজন কনডমের ওপর হামলে পড়েছেন। শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটছে দেশটিতে। জানা গেছে, লিফটের বাটন চাপার সময় আঙুলে কনডম ব্যবহার করছেন সিঙ্গাপুরের মানুষজন। কেননা লিফট থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়তে পারে। আর তাই তারা এমন অদ্ভুত কাজ করছেন। যদিও এটা প্র্যাকটিকাল নয় ও অস্বাস্থ্যকর। উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত প্রায় ১৪০০ মানুষের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৬৪ হাজারের বেশি মানুষ।