ফকিরহাট সংবাদ

164

ফকিরহাটের ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরণ প্রদান অনলাইনে সেবা কার্যক্রমের শুভ উদ্ভোধন
বাদশা আলম :
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার খুলনা-মোংলা মহসড়কের শুকদাড়ায় মঙ্গলবার বিকালে মহিষ প্রজনন কেন্দ্র সম্প্রসারণ প্রকল্পের ভূমি অধিগ্রহনের ক্ষতিপূরণ প্রদান সম্পর্কিত অনলাইনে সেবা কার্যক্রমে প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রনালয়ের সচিব মোঃ মাকছুদুর রহমান পাটওয়ারী শুভ উদ্ধোধন করেন এ সময় অনুষ্টানে সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়,ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ,অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ শাহানাজ পারভীন, উপজেলা সরকারী কমিশনার (ভূমী) রহিমা সুলতানা বুশরা,শেখ হেলাল উদ্দিন ফাউন্ডেশনের সভাপতি অমিত রায় চৌধুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহিদ সুজা সহ অধিগ্রহনকৃত জমির মালিক সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মোরেলগঞ্জ-শরণখোলা গড়া হবে, বলেন আমিরুল আলম মিলন

বাগেরহাটের ৪ আসনের (শরণখোলা-মোরেলগঞ্জের) মানুষের অনেক চাহিদা রয়েছে। কিন্তু তাদের প্রাপ্তি খুব কম। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত মোরেলগঞ্জ-শরণখোলা গড়ে তুলে একটি সুখের পরিবেশ তৈরি করা হবে। এলাকার মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে সেই লক্ষে কাজ করা হবে। সোমবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট-৪ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী এ্যাড. আমিরুল আলম মিলন, খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা, আওয়ামীলীগ এ্যাডভোকেট ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা তাতী লীগের সভাপতি এ বাকী তালুকদার, মোরেলগঞ্জ পৌর সভার মেয়র মনিরুল হক তালুকদার, মহিলা আওয়ামী লীগ নেত্রী এ্যাড. শরীফা খানমসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক ও ইউপি চেয়ারম্যান মোরশেদা খানমসহ দলীয় নেতাকর্মীরা আমিরুল আলম মিলনকে ফুলেল শুভেচ্ছা জানান।এ্যাড. আমিরুল আলম মিলন আরও বলেন, আগামী দিনের পথচলায় মোরেলগঞ্জ-শরণখোলা গণমানুষের কল্যানই আমার একমাত্র ব্রত হবে। আপনারা আমার অগ্রযাত্রার সারথী হবেন। সংবাদকর্মী হিসেবে লিখনির মাধ্যমে আমার ভুলত্রুটি ধরিয়ে দিবেন। সরকারের উন্নয়নের সহযোগি হওয়ার আহবান জানান তিনি।

বাগেরহাটে কবি জীবনানন্দ
দাশের জন্মবার্ষিকী পালন
বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২০ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে বাগেরহাট সরকারি পিসি কলেজে কবির লেখা বই, আলোকচিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক সন্ধ্যা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে কলেজ চত্বরে এসব অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু। পরে সরকারি পিসি কলেজের অধ্যক্ষ মোঃ শাখিলুর রহমানের সভাপতিত্বে কবির জীবন ও কর্ম নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ।
এসময় আরও বক্তব্য দেন, স্থানীয় সরকার বিভাগ, বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শাহিনুজ্জামান, পিসি কলেজের উপাধ্যক্ষ্য মোস্তাহিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল্লুর রহমান, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীণ, শিক্ষাবিদ মোজাফফর হোসেন, কমল কুমার ঘোষ প্রমুখ।