ঢাকায় শনাক্ত তিন করোনা রোগী শঙ্কামুক্ত: আইইডিসিআর

97

করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ৩ বাংলাদেশি শঙ্কামুক্ত। চার জন আছেন কোয়ারেন্টাইনে। বললেন আইইডিসিআরের পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা।

মঙ্গলবার দুপুর বারোটার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। ডা: ফ্লোরা  বলেন, গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরের হটলাইনে যোগাযোগ করেছেন ২৮ হাজার মানুষ। দেশে করোনা জীবানু ছড়ানো বন্ধ করতে হোম কোয়ারেন্টাইনের বিকল্প নেই। কোয়ারেন্টাইনে থাকাকালীন রোগের উপসর্গ দেখা দিলে আইইডিসিআরের হটলাইন ফোন দিতে অনুরোধ করেন তিনি। তিনি বলেন, শনাক্ত তিন জন ছাড়া নতুন কেউ আক্রান্ত হয়নি। আইইডিসিআরের শনাক্ত ছাড়া কাউকে রোগী বলা যাবে না। কোয়ারেন্টাইনে আছেন ৪ জন, আইসোলেশনে আছেন ৮ জন।  তিনি আরও বলেন, বিদেশ থেকে কেউ এলে খুব দরকার না হলে বাইরে বের হওয়া যাবে না।

সৌজন্যে : আরটিভি অনলাইন।।