ফকিরহাট সংবাদ

80

ফকিরহাট উপজেলা পরিষদের
মাসিক কমিটির সভা অনুষ্ঠিত
বাদশা আলম
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুৃষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ এর সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীন এর সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুস্তাহীদ সুজা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অসিম কুমার সমাদ্দার, মৎস্য অভিসার অভিজীৎ শীল, মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার শামীম, প্রাণী সম্পদ অফিসার পুষ্পেন শিকদার, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে শিরিনা আক্তার, মোঃ আবুল হোসেন, মোঃ ইউনুস আলী শেখ, খান শামীম জামান পলাশ, কাজি মোঃ মহসিন, শেখ শহীদল ইসলাম ও এ্যাডঃ হীটলার গোলদার প্রমুখ। সভায় করোনা ভাইরাস প্রতিরোধে বিস্তারিত আলোকপাত করা ছাড়াও উপজেলা পরিষদের পক্ষ হতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট, সাবান, মাস্ক বিতরন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ কয়েকটি বেড প্রদানের সিধান্ত গ্রহন করা হয়। এসময় সকল দপ্তরের দপ্তরিক প্রধানগণেরা উপস্থিত ছিলেন। ##

ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত
বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও মুজিববর্ষ এবং ২৬মার্চ মাহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলা অডিটরিয়ামে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ পারভীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ কুমার কুন্ডু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মোস্তাহিদ সুজা, সহকারি কমিশনার (ভূমি) রহিমা সুলতানা বুশরা, মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম, উপজেলা প্রকৌশলী এমএমএ বকর, ইউপি চেয়ারম্যান যথাক্রমে শিরিনা আক্তার, মোঃ রেজাউল করিম ফকির, কাজি মোঃ মহসিন, খান শামিম জামান পলাশ, মোঃ শহিদুল ইসলাম, মোঃ ইউনুস আলী শেখ, উপজেলা মৎস্য অফিসার অভিজিৎ শীল, মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা অফিসার আশিষ কুমার নন্দী, মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার শামিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমিতাই ইয়াসমিন, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ফাহমিদা পারভীন বানু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সৈয়দ আলতাফ হোসেন টিপু প্রমুখ। ##

ফকিরহাটে হত্যার উদ্দেশ্যে ট্রাক
চালককে অপহরনের চেষ্টা

বাগেরহাট জেলার ফকিরহাটে ট্রাক চালককে হত্যার উদ্দেশ্যে অপহরন চেষ্টা চালিয়েছে দূবৃত্তরা। গত ১১ই মার্চ আনুমানিক রাত সাড়ে ৯ টা ৪৫ এর দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ট্রাক চালক মোঃ বদিয়ার রহমান জেলার সদর থানাধীন বারুইপাড়া গ্রামের মৃতঃ গোলাম রহমান হাওলাদারের পুত্র। তিনি দীর্ঘদিন বসুন্ধরা গ্রুপের ট্রান্সপোর্ট ড্রাইভার হিসাবে কাজ করে আসছেন। গত ১০ই মার্চ ফকিরহাট উপজেলার শ্যামবাগাত এলাকায় তিনি সহ প্রায় সাড়ে ৩০০ জন ট্রাক ড্রাইভার বসুন্ধরা গ্রুপের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডিজিএম আশরাফ আলী,ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম,ডেপুটি ম্যানেজার মোঃ সোহেল রানা’র দূর্নিতী ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন করেন। বেতন ভাতা, সুযোগ সুবিধা বৃদ্ধি ও কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বসুন্ধরা সিমেন্ট ফ্যাক্টরির ট্রাক চালক ওসহযোগীরা। ট্রাক চালকদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। জোরপূর্বক অতিরিক্ত মাল বোঝাই করতে বাধ্য করেন। ২৪ ঘন্টা গাড়ি চালিয়ে মাত্র সাড়ে ৭ হাজার টাকা বেতন দেয়। সহযোগিরা পায় ৫ হাজার ৪‘শ টাকা। মাল বহনের সময় দূর্ঘটনায় গাড়ি ক্ষতিগ্রস্থ হলে চালকদের বেতন থেকে টাকা কেটে রাখা হয়। এসব অন্যায়ের প্রতিবাদ করলে বিনা নোটিশে চালকদের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। ওই তিন কর্মকর্তা বিভিন্ন অনিয়মের কারণে আমাদের যেমন কষ্ট হয় কোম্পানিরও লোকসান হয়। এই অবস্থায় চালকরা এক ধরণের মানবেতর জীবন যাপন করছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ট্রান্সপোর্ট বিভাগের ডিজিএম আশরাফসহ অসাধু তিন কর্মচারীকে কোম্পানি থেকে বের করে দিয়ে ট্রাক চালক ও সহযোগিদেও বেতন-ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধির দাবি জানান বসুন্ধরা গ্রুপের মালিকের কাছে। এই মানববন্ধনের পর ঐ সকল কর্মকর্তা ভুক্তভোগী ট্রাক চালক মোঃ বদিয়ার রহমান-কে নানানভাবে হুমকি প্রদান করে। সেই হুমকি বাস্তবায়ন করার লক্ষে ১১ই মার্চ রাতের ৯টা ৪৫ মিনিটের দিকে ফকিরহাট থানাধীন আট্রাকী তার নিজ অফিসের সামনে থেকে একটি মাইক্রো বাস এসে তুলে নেবার চেষ্টা চালায় । ধস্তাধস্তি ও গোঙ্গানি টের পেয়ে পাশের কয়েকজন লোক তাকে উদ্ধার করতে গেলে মাইক্রোটি পালিয়ে যায়। এব্যাপারে মোঃ বদিয়ার রহমান নিজে বাদী হয়ে বসুন্ধরা গ্রুপের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডিজিএম আশরাফ আলী,ম্যানেজার মোঃ জাহাঙ্গীর আলম,ডেপুটি ম্যানেজার মোঃ সোহেল রানা সহ আরো ৩/৪ জনকে অজ্ঞাত রেখে ফকিরহাট মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ মো: খায়রুল আনাম বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি এবং তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।