সাতক্ষীরার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন

43

বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা সহ সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে। সকাল আটটা থেকে শুরু হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে এই জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে। সরকারি নির্দেশনা না থাকলেও বঙ্গবন্ধুর উপরে মানুষের আত্মবিশ্বাস এবং ভালোবাসার টানে মানুষ নিজ নিজ উদ্যোগে এই জন্মশতবার্ষিকী উদযাপন করেছে। সাতক্ষীরা সদরের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাঁশদহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাদড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশদহা কমিউনিটি সেন্টার, সীমান্ত পুলিশিং কমিটি বাঁশদহা ইউনিয়ন শাখা। আলহাজ্ব মোহাম্মদ আলী দাখিল মাদ্রাসা, ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়, টেংরা সরকারি প্রাথমিক বিদ্যালয় জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তহিদুর রহমান আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দিন, আলাউদ্দিন, সিরাজুল ইসলাম, এবং প্রতিটি প্রতিষ্ঠানের প্রধানগন এসময় উপস্থিত থেকে বহুপ্রতীক্ষিত বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন করেছে।