এম হুসাইন সাব্বির, ক্রাইম রিপোর্টার-খুলনা।

খুলনা জেলার খানজাহান আলী থানার শিরোমণি বাজার মনিটরিং করেন খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলামের উদ্যোগে গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় শিরোমণি  বাজারের চাউল পট্টি, মুদি দোকান, কাঁচা বাজারসহ বিভিন্ন স্থানে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি না করা এবং গুজবে বেশী দামে কোন দ্রব্য বিক্রি না করার নির্দেশ প্রদান করেন। যদি কোন দোকানদার গুজব ছড়িয়ে বেশী দামে পণ্য বিক্রি করেন তাহলে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে। এছাড়া করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতামুলক নির্দেশনা দেন। খানজাহান আলী থানা অফিসার্স ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, কয়েকটি দোকানের মালিকদের মৌখিক ভাবে সতর্ক  করেন। । এসময় উপস্থিত ছিলেন গিলাতলা ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম , দিশারি যুব পর্ষদের সাধারন সম্পাদক কাজী আজাদুর রহমান হিরোকসহ বাজার বনিক সমিতির নেতৃবৃন্দ