অভয়নগরে ২ ও ৪ নম্বর ওয়ার্ড লকডাউন

162

শেখ আলী আকবার সম্রাট

বিশ্বব্যাপী করোনা সংক্রমণের পরিস্থিতি মহামারি-রুপ ধারণ করায় বাংলাদেশ সরকার কর্তৃক ঘোষিত করোনা মোকাবেলায় সচেতনতা সংক্রান্ত কর্মসূচীর হিসেবে ২ নম্বর ওয়ার্ড কৃষি উন্নয়ন ক্লাব ও ৪নম্বর ওয়ার্ড মিনিবাজার যুব সঙ্ঘ  এবং মিনিবাজার বায়তুল মামুর জামে মসজিদের কমিটি বৃন্দের সহযোগিতায় , নিজে সুরক্ষিত থাকুন অপরকে সুরক্ষিত রাখুন স্লোগান নিয়ে এলাকায় লকডাউন এবং লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে ।

লকডাউন ও লিফলেট বিতরণ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন ,  কৃষি উন্নয়ন ক্লাবের সভাপতি ডাক্তার শেখ এম এ জলিল। আরও আলোচনা রাখেন, ক্লাবটির কোষাধ্যক্ষ মোঃ জামির হোসেন।এছাড়া আলোচনা রাখেন, মিনিবাজার যুব সংঘ’র সভাপতি মোঃ মিজানুর রহমান  এবং বায়তুল মামুর জামে মসজিদের খাদেম গাজী ময়েজদ্দীন ।  আলোচনা চলাকালে সাধারণদের মধ্যে ত্রাণ না পাওয়া আসহায় এলাকাবাসী সরকারি তহবিল বা বিত্তবান মানুষদের এই দুরাবস্থায় তাদের পাশে থাকার জন্য এবং ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতায় এগিয়ে আসার জন্য আনুরোধ করেন।আলোচনা চলাকালে অভয়নগর উপজেলার আওয়ামিলিগ’র সভাপতি আলহাজ্ব এনামুল হক বাবুল ফারাজীর পক্ষ থেকে স্থানীয়দের মাঝে এবং আরও ১০০ জন কে মাস্ক বিতরণ করা হয়,  কৃষি উন্নয়ন ক্লাবের  কোষাধ্যক্ষ মোঃ জামির হোসেন’র মাধ্যমে । আলোচনায় বক্তারা অভয়নগর উপজেলা আওয়ামিলিগ সভাপতির সহযোগিতায় কামনা করেন । তারা বলেন, ৪ নম্বর ওয়ার্ড কমিশনার জিয়া উদ্দীন পলাশ তাদের ত্রাণ সামগ্রীর জন্য ভোটার আইডি কার্ড নিয়ে গেলেও এখনও পর্যন্ত কোন সহজোগিতা পায়নি বলে দাবি তোলেন। এহেন এই অসহায় অবস্থায় কর্মহীন পরিবারে ক্ষেয়ে পড়ে বেঁচে থাকার জন্য সরকারি ও সকল বিত্তবানদের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী।  এসময় উপস্থিত ছিলেন, শাহাজান হোসেন, কামাল হোসেন, তৌহিদুর রহমান তন্ময় ,সাকিল মল্লিক, আমির হোসেন, রমজান আঁকন ,কাজী রবিউল ইসলাম রবি, মোঃ ইব্রাহিম শেখ ,ইউছুফ আলী শেখ, তৌহিদুর রহমান , আঃ আজিজ ,মোঃ ফারুখ হোসেন, ছমেদ আলী।