এখন পর্যন্ত খুলনা বিভাগে করোনা রোগির পরিসংখ্যান

118
খুলনা বিভাগে ১৫ এপ্রিল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৫ জন নতুন করে কেও আক্রান্ত হয়নি।  বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় খুমেকের উপাধ্যক্ষ ডাক্তার মেহেদী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডাক্তার মেহেদী নেওয়াজ জানান, আজ খুলনা বিভাগের মোট ৭৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে কোন রিপোর্ট পজিটিভ আসেনি। এর মধ্যে খুলনার করিমনগরের করোনা আক্রান্ত সেই বৃদ্ধার বাড়ির দুই জনের রক্তের নমুনাও ছিল। খুলনা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ঝুঁকি এড়াতে সেই বৃদ্ধের স্ত্রী ও ছেলের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। তাদের করোনা টেস্ট নেগেটিভ রিপোর্ট এসেছে।
বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত খু.মে.ক হাসপাতালে টেস্ট হয়েছে ৩৪৯ টি। এর মধ্যে চারটি রিপোর্ট পজিটিভ এসেছিল। এছাড়া আইইডিসিআরের টেস্টে চুয়াডাঙ্গা জেলার একজনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
খুলনা বিভাগে এই পর্যন্ত যে যে জায়গায় করোনা রোগী শনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গাঃ ১ জন।
মনিরামপুর, যশোরঃ ১ জন।
করিমনগর, খুলনাঃ ১ জন।
লোহাগড়া, নড়াইলঃ ১ জন।
চিতলমারী, বাগেরহাটঃ ১ জন।