নড়াইলে জমিজমা সংক্রান্তের জেরধরে একটি পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে

79
জেলা প্রতিনিধি-যশোর।
দীর্ঘ  কয়েক বছর যাবৎ জমা-জমি সংক্রান্ত কোন্দল লেগে থাকে নড়াইলের শেখহাটি অধিবাসি  রাসেল ও তার চাচাদের পরিবারের মধ্যে। তার মধ্য দিয়েও সকলে সু-শৃংখল ভাবে বসবাস  করে আসছিল। হঠাৎ সারা বিশ্বে এই  মহামারি করোনা ভাইরাসের মতো  তাদের পরিবারে পাল্টা মহামারি ধারন করেছে।  এক সংশ্লিষ্ট  সূত্র  জানায়,  এরই মধ্যে আফসার মোল্লা (৬০) তার ভাইদের মধ্যে (জমি-জমা সংক্রান্ত) পূর্ব- সূত্র ভুলেগিয়ে  তার ভাইপো  রাসেল  মোল্লার কাছে,  কোন কারন ছাড়াই  টাকা চেয়ে বসে। রাসেল মোল্লা (২৬) পিতা ছত্তার মোল্যা  নড়াইল সদর থানায় বিষয়টি নিয়ে একটি সাধারন ডাইরি করে। সাধারন ডায়রী করার পরেও স্থানীয় ক্যাম্প ইনচার্জ বিষয়টি নিরব ভূমিকা পালন করছেন বলে জানা যায় ।
স্থানীয় সূত্রেে জানা যায়,  আফসার মোল্লা তার নেতৃত্তে টিটো মোল্লা, আকবর মোল্লা, বাবলু মোল্লা সহ  রাসেল মোল্লা ও তার পরিবারের উপর জীবননাশের  হুমকি দিয়েছে। আরো জানা যায়, উক্ত হুমকির ভয়ে তারা নিজ বাড়ি ছেড়ে অন্যাত্র চলে যায়।  এই পরিবারটি বর্তমান জীবনের চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ।