ফকিরহাট সংবাদ

47
ফকিরহাটের লখপুর ইউপির উদ্যোগে ২২৫ টি পরিবারের মাঝে চাউল বিতরণ
বাদশা আলম

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে আজ বুধবার ২২/০৪/২০২০ ইং সকাল হতে দুপুর পর্যন্ত করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের দেওয়া ঘরে থাকার নির্দেশ মোতাবেক ২ শত গরীব অসহায় ও হত-দরিদ্রের ভ্যানচালক এবং ২৫ টি জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। এইসব পরিবারের মাঝে ১০  কেজি চাউল ও নগদ ৫০ টাকা এবং জেলে পরিবারের মাঝে জনপ্রতি ৪০ কেজি করে চাউল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, লখপুর ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, ইউপি সচিব প্রসূন দাস, ট্যাগ অফিসার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মানস কুমার হালদার, প্যানেল চেয়ারম্যান শেখ আহাম্মদ আলী, ইউপি সদস্য মোঃ বজলুর রহমান মোড়ল, ফিরোজ খান, হুমায়ুন কবির, মোতালেব মোড়ল, রেজাউল করিম, বিল্লাল হোসেন মিলন, আরীদ হোসেন,মহিলা সদস্য তাসলিমা বেগম লতা ও শিল্পী বেগম প্রমুখ।
ফকিরহাটে সেনাবাহিনীর মাইকিং ও লিফলেট বিতরণ

বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আজ বুধবার ২২/০৪/২০২০ ইং বিকালে জনগণকে সচেতন করতে বাংলাদেশ সেনাবাহিনী মাইকিং লিফলেট বিতরণ করে প্রচারণা চালিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ দেলোয়ার হোসেন ও বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া মোড়, টাউন নওয়াপাড়া বাজার, শ্যামবাগাত মোড়, সুখদাড়া মোড় ও বেতাগা বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই প্রচারণা চালিয়েছেন।