ভয়ংকর রূপ নিচ্ছে ডেঙ্গু

37

অনেকটা নীরবে ছড়াচ্ছে ডেঙ্গুর প্রকোপ। রোদ বৃষ্টির এমন আবহাওয়ার মধ্যেই টব বা বাসা বাড়ির জমানো পানিতে বাড়ছে এডিস মশার লার্ভা। যাদের ওপর দায়িত্ব দেয়া হয়েছে এডিস মশা দমনে, তারা আবার করোনা মোকাবিলায়ও কাজ করছেন। এতে ডেঙ্গুর বিরুদ্ধে অভিযান শুধুই এখন কথার কথা।

করোনা ভাইরাসের আক্রমণে যেখানে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে দেশের হাসপাতালগুলো। ঠিক তখনই ভয়াবহ রূপ নিচ্ছে মৌসুমি প্রকোপ ডেঙ্গু।

ডেঙ্গু দমনে সিটি কর্পোরেশন মোবাইল কোর্ট পরিচালনা করছে। উত্তরে সিটিতে ১০ টি টিম কাজ করার কথা থাকলেও পাওয়া গেল শুধু বসিলা মিরপুর ও উত্তরায়। স্থানীয়রাও মনে করতে পারছেন না শেষ কবে এডিস মশার ওষুধ দেওয়া হয়েছে। একইসঙ্গে করোনা ও ডেঙ্গু মোকাবিলার ক্ষেত্রে জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মোরশেদুল ইসলাম বলেন, আমরা যারা করোনার সময়ে ফিল্ডে ছিলাম তাদেরকেই ডেঙ্গুর দায়িত্ব দেয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন,এই মৌসুমেই আরো বাড়বে এডিসের বংশবৃদ্ধি। করিবুল বাশার বলেন, গত কয়েকদিন ধরে যে থেকে থেকে বৃষ্টি হচ্ছে সেটি এডিসের জন্য উপযুক্ত।