মুন্সিগঞ্জে নতুন করোনায় আক্রান্ত ১২, মোট আক্রান্ত ৩০৪

39
আরিফুর রহমান সেতু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জে আজ বুধবার নতুন করে ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন এর তথ্য অনুযায়ী  এই নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হলো ৩০৪ জন। নতুন শনাক্তকৃত  ১২ জনের মধ্যে শ্রীনগরে ৩জন, লৌহজং এ ৪জন, টঙ্গীবাড়িতে ২জন এবং গজারিয়ায় ৩ জন। তাছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ৯ জন।  সুস্থদের মধ্যে শ্রীনগরে ৫জন , সিরাজদিখানে ২জনও মুন্সীগঞ্জ সদরে ২ জন। এই নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগী সুস্থ হলেন ৩০ জন অপরদিকে এপর্যন্ত মারা গেছেন ১২ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ আমাদের জানান, আজ বুধবার এ মাসের ৯, ১০ এবং ১১ মে’ এই তিনদিনের মোট ১১৭জনের রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে  করোনা পজেটিভ এসেছে ১২ জনের । নতুন এই রিপোর্টে মুন্সীগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলায় করোনা শনাক্ত হয়নি।
এ পর্যন্ত আই ই ডি সি আর এ পাঠানো ১৯২২ টি নমুনা প্রেরণ করার বিপরীতে রিপোর্ট পাওয়া গেছে ১৫৬০ টি।   লৌহজং এ নতুন চার করোনা শনাক্তের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুরুষ (৪০), হাটভোগদিয়া গ্রামের মহিলা (২৮), মসদগাঁও গ্রামের কন্যা শিশু (৮) ও নওপাড়া গ্রামের মহিলা (৩০)।
টঙ্গীবাড়িতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই পুরুষ স্টাফ (৪৫) ও পুরুষ (৫০)। নতুন করে এই দু’জনের করোনা শনাক্ত হয়েছে। (তবে পরে দুপুরে সরাসারি উপজেলা কমপ্লেক্সটিতে আরও ৯ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।তাই টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫ চিকিৎসকসহ ১৫ জনের করোনা শনাক্ত হলো। এই ৯জন সিভিল সার্জন অফিসের হিসাবে এখনও যুক্ত হয়নি।)
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্যকর্মকর্তা তথ্য অনুযায়ী দুই নার্সসহ ৪ নারীর দেহে করোনা শনাক্ত । এ নিয়ে সিরাজদীখান উপজেলায় মোট করোনায় আক্রান্ত ৫৩ জনে আর সুস্থ্য হয়ে বাসায় ফিরেছেন ১২ জন । নতুন শনাক্তকৃতদের হিসেব এখনো সিভিল সার্জন অফিসের হিসেবে যোগ হয় নি।
শ্রীনগরে নতুন ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন- শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স (২৫), পালপাড়া গ্রামের পুরুষ (৩৮) ও দয়াহাটা পুরুষ (৫৫)।
গজারিয়াতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন স্টাফের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে আয়া মহিলা (৫৮) এবং দুই এমএলএসএস পুরুষ (৫৫) ও পুরুষ (৩২)। এই নিয়ে হাসপাতালটির ২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী  জেলায় মোট শনাক্ত ৩০৪ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ১৩০ জন,  সিরাজদিখানে ৫০ জন, শ্রীনগরে ৪১ জন, লৌহজং এ ৩৭ জন, গজারিয়াতে ৩০ জন এবং টঙ্গীবাড়িতে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত কোভিড ১৯  থেকে সুস্থ হওয়া  ৩০ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদরে  ৮, সিরাজদিখানে ৮, শ্রীনগরে ৮, টঙ্গীবাড়িতে  ৪ এবং গজারিয়াতে ২ জন রয়েছেন।