বাংলাদেশে আজকের করোনার রেকর্ড, বেড়েছে শনাক্ত ও মৃত্যুর হার

51

নতুন শনাক্ত : ১ হাজার ১৬২ জন 

নতুন করে মৃত্যু : ১৯ জন

প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। সেই সঙ্গে দেশে বাড়ানো হচ্ছে নমুনা সংগ্রহ ও নমুনা পরীক্ষার সংখ্যাও।
দেশে করোনা সংক্রমণের পর বুধবার (১৩ মে) নমুনা পরীক্ষা, আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে আগের সব রেকর্ড।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ১৬২ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। যা এ যাবত-কালের মধ্যে সবচেয়ে বেশি। আর এ সময়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৯ জন। এটিও একদিনে দেশে প্রাণহানির দিক থেকে সবচেয়ে বেশি।

এ নিয়ে বাংলাদেশে মোট আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৭,৮২২ জন। আর এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২৬৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন ২১৪ জন। ফলে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩,৩৬১ জন।
আক্রান্ত ও প্রাণহানির রেকর্ড ছাড়াও সর্বোচ্চ নমুনা পরীক্ষাও হয়েছে আজ দেশে। করোনা বিষয়ক নিয়মিত সংবাদ সম্মেলনে বুধবার জানানো হয়,  গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৪১টি প্রতিষ্ঠানে কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।

বাংলাদেশ সরকার করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দিনে ১০,০০০ নমুনা পরীক্ষার টার্গেট করা হলেও তা এখনও বাস্তবায়ন করা যায়নি। দেশে প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্তের কথা জানানো হয় ৮ মার্চ। তবে কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর কথা ঘোষণা করা হয় ১৮ মার্চ।