ফুলতলায় আত্মসমার্পণকারি চরমপন্থীদের প্রধানমন্ত্রীর অনুদান প্রদান

183
মোঃ আল আমিন খান / মামুন মোল্যা
সোমবার দুপুর ১ টায় খুলনার ফুলতলা উপজেলা পরিষদের শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে খুলনা জেলার আত্মসমর্পণকারী ৩৫ জন প্রকৃত চরমপন্থী সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রাপ্ত আর্থিক অনুদান বিতরণ করা হয়।
অনুষ্ঠানে খুলনা জেলা এন এস আই এর উপ পরিচালক মো: আজিজুর রহমানের সঞ্চালনায়  ও খুলনা জেলা পুলিশ সুপার এস এম শফউল্যাহ ,বিপিএম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও খুলনা ৫ আসনের সাংসদ নারায়ন চন্দ্র চন্দ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইউসুফ আলী, এনএসআইর খুলনা বিভাগীয় যুগ্ন পরিচালক মোঃ মোকলেছুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজীব খান। অন্যন্যদের মধ্যে ছিলেন ফুলতলা থানার ওসি মোঃ মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া শিপলু, আওয়ামীলীগ নেতা মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, প্রেসক্লাব সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, সাংবাদিক মুস্তাফিজুর রহমান (প্রমুখ)।
অনুষ্ঠানে আত্মসমার্পনকারী চরমপন্থীদের মধ্যে আব্দুল্লাহ আল মামুন বক্তৃতা করেন। অনুষ্ঠানে ফুলতলা উপজেলার ৩২ জনসহ মোট ৩৫ জন আত্মসমার্পনকারী চরমপন্থীদের মাঝে ৫০ হাজার টাকা করে মোট সাড়ে ১৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।