খুলনায় প্রতিবন্ধী শিশুকে মারধর, থানায় অভিযোগ

1018
মোঃ আল আমিন খান
গত বৃহস্পতিবার (২১মে)  খুলনার বয়রায় একটি চায়ের দোকানের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাজ্বী রেজাউল শেখ (৬০) প্রতিবন্ধী আশিক কুমার ইমু (২২) কে বেধারক ভাবে মারধর করে। ইমুর চিৎকারে স্থানীয় জনগন ছুটে এসে ঠেকিয়ে দেন। ঘটনার পরপরই সন্ধ্যায় বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করার চেস্টা করে একটি পক্ষ।  এদিকে অভিযুক্ত  রেজাউল শেখ ইমুকে মাড়ার অপরাধ স্বীকার না করে উল্টে আরো মারবে বলে হুমকি দেয়।
এ বিষয় গতকাল বুধবার (২৬ মে) রাতে সোনাডাঙ্গা মডেল থানায় এসে আশিক কুমার ইমুর পিতা প্রবিন কুমার ঘোস (৫০) নিজে বাদি হয়ে তিন জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বিবাদীরা হলেন ১ রেজাউল করিম ২ বাপ্পী বিল্লা ওরফে (রুবেল) ৩ মো রেজা শেখ।
 সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল বলেন, আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি । বিষয়টি নিয়ে আমরা আইনী পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছি।
আহত ইমুর বাবা বলেন, রেজাউল একজন বয়স্ক মানুষ ও তার ছেলে বাপ্পি বিল্লা আমার ছেলেকে এভাবে আঘাত করবে এটা আমি কখনও ভাবতে পারেনি। আমরা হিন্দু বলে কি কোন বিচার পাবো না। আমার ছেলেকে মেরে আবার আমাদেরকে হুমকি দিচ্ছে। অভিযোগ করছি ২৪ ঘন্টা অতিবাহিত হলেও থানা থেকে কোন প্রকারের আইনি সহযোগিতা আমরা পায়নি। এমন কি ঘটনা স্পটে পুলিশের কোন লোক তদন্তের জন্য আসে নায়।
এলাকাবাসির দাবি অচীরেই যেন ইমুকে যারা মেরে আহত করেছে তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হয়। না হলে আবারও খুলনার শিশু রাকিব হত্যার মত ন্যাক্কার জনক ঘটনা ঘটানোর সাহসপাবে রেজাউলরা।