ফকিরহাটে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের মামলা ও জরিমানা

45
বাদশা আলম, ফকিরহাট থানা প্রতিনিধি :
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার খুলনা-মংলা মহাসড়ক ও বাগেরহাট সড়কে বিভিন্ন স্থানে রবিবার ১৪/০৬/২০২০  ইং তারিখ  দুপুরে পরে ভ্রাম্যমান আদালতের অভিযানে কাটাখালি বাস স্ট্যান্ড,  টাউন নওয়াপাড়া,শ্যামবাগাত, ফকিরহাট সদর সহ বিভিন্ন স্থানে ১৪টি মামলা দায়ের ও  জরিমানা ১৪১০০ টাকা আদায় করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, ফকিরহাট উপজেলা সহকারী কমিশনার( ভূমি) রহিমা সুলতানা (বুশরা) ও  উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান  স্বপন দাস। এসময়   পেশকার শেখ রুস্তুম আলী, প্রেসেসম্যান উজ্জল চক্রবর্তীসহ সংগীয় পুলিশ ফোর্স  তাদের সহযোগিতা করেন। উল্লেখ্য সারাদেশের করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ঘর থেকে বাহিরে না যাওয়ার নির্দেশকে অমান্য করায় জনগণের সুস্বাস্থ্য রক্ষার্থে এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান।অভিযানকালে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা এবং মূখে মাক্স পরিহিত আছে কিনা তা মনিটরিং করছেন। এসময় মূখে মাক্স না থাকা, স্বাস্থ্যবিধি মেনে না চলা ও নির্ধারিত সময়ের মধ্যে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্দ না করায় কয়েকজনকে জরিমানা করেন।