করোনাকে জয় করলেন সিরাজদিখান থানার ওসি ফরিদউদ্দিন

24
আরিফুর রহমান সেতু,সিনিয়র ষ্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. ফরিদ উদ্দিন (কভিড-১৯) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পর সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে উঠেছেন।
গত ৪ জুন নমুনা পরীক্ষার  জন্য পাঠানো হলে ৮ জুন তার করোনা আক্রান্তের ফলাফল পজেটিভ আসে। করোনা শনাক্ত হবার পর বাড়ীতে আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করেন।
করোনা ভাইরাসের সুস্থতা নিশ্চিতের জন্য নিয়মানুযায়ী প্রথমে গত ১৯ জুন ও পরে ২২ জুন দ্বিতীয় বারের মত ফলাফল নেগেটিভ আসে। করোনা জয়ের পর তিনি বলেন, সিরাজদিখানের বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আপামর জনসাধারণের কাছে আমি কৃতজ্ঞ।
মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সি আই টিভি ২৪ অনলাইনকে জানান, অনেকেই আমার অসুস্থতার খোঁজ খবর নিয়েছেন। অনেকেই আমার সুস্থতা কামনা করে আমার জন্য দোয়া করেছেন। সকলের কাছে আমি কৃতজ্ঞ l আপনাদের দোয়া ও অনুপ্রেরণা এই দুর্যোগ মোকাবেলায় আমার মনে সাহস যুগিয়েছে l
আমি সকলের নিকট কৃতজ্ঞ l আমার জন্য সকলে দোয়া করবেন l আমি যেন যথাসময়ে কাজে যোগদান করে পুলিশি সেবা প্রার্থীদের যথাযথ সেবা প্রদান করতে পারি।