ফকিরহাটের সংবাদ

24
ফকিরহাটে এপর্যন্ত ২৯জন
করোনা রুগী সনাক্ত 
বাগেরহাট জেলার  ফকিরহাট উপজেলায় মঙ্গলবারে আরও ৩ জন করোনা রুগী সনাক্ত হয়েছে। এপর্যন্ত ১জন ডাক্তার ও ২জন মেম্বরসহ মোট ২৯জন সনাক্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসিম কুমার সমাদ্দার জানান, বিগত ১৬ জুনের নমূনা পরীক্ষার ফলাফলে ফকিরহাটে নতুন করে আরও তিনজন সনাক্ত হয়েছেন। এরা হলেন  আহম্মদ ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের এ্যম্বুলেন্স চালক এনামুল, বাহিরদিয়া- মানসা ইউনিয়ন পরিষদের মেম্বর আব্দুল খালেক ও ছোট বাহিরদিয়ার রাজিয়া বেগম (পজিটিভ রোগী জাকারিয়ার মা)। আহম্মদ ক্লিনিকের এ্যাম্বুলেন্স চালককে গত ১৪/১৫দিন পূর্বে তার শারিরিক অসুস্থতার কাররে ছুটি দিয়া হয় বলে ক্লিনিকে আকরাম হোসেন জানান। উল্লেখ্য, ফকিরহাটে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে তবুও সচেতন হচ্ছেনা অধিকাংশ মানুষের। ##
বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে 
মাসিক সভা অনুষ্ঠিত
বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা মঙ্গলবার সকাল ১০টায় পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে ও ইউপি সচিব এস এম দাউদ আলীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপ-সহকারী কৃষি অফিসার প্রদিপ কুমার মন্ডল, ইউনিয়ন স্বাস্থ্য প্রতিনিধি সঞ্চয় কুমার নন্দী, মৎস্য অফিসের প্রতিনিধি জিল্লুর রহমান, হাইসাওয়া প্রতিনিধি তানিয়া বেগম, সংরক্ষিত মহিলা সদস্যা রাফেজা বেগম, সন্ধ্যা রানী দাশ, কামরুন্নাহার নীপা, ইউপি সদস্য আসাদুজ্জামান তুহিন, জামাল উদ্দিন ফকির, আলমগীর হোসেন, ফোরকান শিকারী, আব্দুর রাজ্জাক, অসিত দাশ, অজয় বিশ্বাস, পুষ্পল দাশ ও নির্মলেন্দু দেবনাথ প্রমখ। সভায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তরান্বিত করা সহ ফকিরহাট উপজেলা পরিষদ জেলার শ্রেষ্ট পরিষদ হিসাবে নিবার্চিত হওয়ায় অভিনন্দন জ্ঞাপন করা হয়।