ঈদুল আজহার নামাজও মসজিদে আদায় করতে হবে : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়

27

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে ঈদুল আজহার নামাজও মসজিদে আদায় করতে হবে। ঈদুল ফিতরের মতো এবারও ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে নামাজ পড়ার নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। একইসঙ্গে ঈদের নামাজ শেষে কোলাকুলি করতে নিষেধ করা হয়েছে।

ঈদুল আজহা উদযাপন নিয়ে আজ রোববার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনলাইন আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে ঈদুল আজহার নামাজ পড়তে যাওয়া মুসল্লিদের বাসা থেকে জায়নামাজ নিয়ে যেতে হবে। নামাজ শেষে কোলাকুলি ও হ্যান্ডশেক (করমর্দন) করা যাবে না।

এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হবে জানিয়ে আনোয়ার হোসাইন বলেন, ঈদুল ফিতরের নামাজের সময় যেসব নির্দেশনা ছিল সেগুলো ঈদুল আজহার ক্ষেত্রেও তা বলবৎ থাকবে।

আন্তমন্ত্রণালয় সভার বিষয়ে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদের প্রধান জামাত হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহের পরিবর্তে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভার সিদ্ধান্ত মোতাবেক সারাদেশের বিভাগ/জেলা/উপজেলা/সিটি করপোরেশন/পৌরসভাসশস্ত্র বাহিনী বিভাগ/বেসরকরি সংস্থাগুলোর প্রধানরা জাতীয় কর্মসূচির আলোকে নিজ নিজ কর্মসূচি প্রণয়ন করে ঈদুল আজহা উদযাপন করবে। ঈদুল আজহা উদযাপন উপলক্ষে দেশের সকল হাসপাতাল/কারাগার/সরকারি শিশুসদন/বৃদ্ধনিবাস/মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হবে।