ঝিনাইদাহে করোনায় আক্রান্ত হয়ে সাবেক চেয়ারম্যানের মৃত্যু

28
মোঃ আল আমিন খান, ব্যুরো চীফ খুলনা
ঝিনাইদাহে আজ ভোরে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামদহের বাসিন্দা ও কালীচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান (৭০) করেনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
তিনি সদর উপজেলার বয়রাতলা গ্রামের মৃত বাবর আলী বিশ্বাসের ছেলে। স্বজনেরা জানান, গত ১০ দিন আগে হাফিজুর রহমানের জ্বর ও শ্বাসকষ্ট হলে নমুনা দিলে তিনি করোনা পজিটিভ হন। তারপরে চিকিৎসকের তত্বাবধানে ছিলেন ও কোভিড হাসপাতালে ভর্তি করা হন। তার অবস্থা অবণতি হলে তাকে গত শুক্রবারে ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সাতদিন চিকিৎসা শেষে  করোনার সাথে লড়াই করে সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান আজ ভৌরের এদিকে তার মৃত্যু হয়।
পারিবারিক সুত্রে জানা গেছে, কালীচরণপুর ইউনিয়নে ৯০ সালের পর থেকে পর পর দুবার ভোটে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর পর থেকে রাইচ মিলের ব্যবসা করতেন। তার মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ বিকালে মরদেহ নিজ বাড়িতে পৌছালে জানাযা শেষে ঝিনাইদহের কেন্দ্রীয় গোরস্তানে দাফন করা হবে বলে জানা যায়।