পৌর মেয়র সুশান্ত কুমার দাস শান্ত’র উপর সন্ত্রাসী হামলা ব্যর্থ ; মোটরসাইকেল উদ্ধার

103

শেখ আলী আকবার সম্রাট, ক্রাইম রিপোর্টার-যশোর

যশোর অভয়নগর নওয়াপাড়া পৌরসভার মেয়র ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুশান্ত কুমার দাস শান্ত’র উপর হামলার পরিকল্পনা ব্যর্থ হয়েছে। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০টার সময় পৌরসভার কাজ শেষ করে নওয়াপাড়া রাজঘাটের নিজ বাড়িতে ফেরার পথে সন্ত্রাসীরা হামলার চেষ্টা করে।

এ সময় পৌর মেয়র গাড়ীর ভিতর থেকে পরিস্থিতি আঁচ করতে পেরে তাকে অনুসরণকরা একটি মোটর সাইকেলকে ধাওয়া করলে, অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা মোটর সাইকেল ফেলে পালিয়ে যায়।

পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোটর সাইকেলটি উদ্ধার করেছে। তবে কে বা কারা এ হামলার পরিকল্পনা আটতে পারে তা তাৎক্ষনিক অনুধাবন করতে পারেননি।

এ বিষয়ে মেয়র সুশান্ত কুমার দাস শান্ত জানান, পৌরসভা অফিসের কাজ শেষে রাত ১০ টার দিকে তিনি পৌরভবন থেকে তার গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। পৌরভবন থেকে তার গাড়িটি যশোর-খুলনা মহাসড়কের উপর উঠে রাজঘাট অভিমুখে যাত্রা শুরু করে অভয়নগর থানা ভবন পার হওয়ার সময় একটি নীল রঙের মোটর সাইকেল তার গাড়িটিকে অভারটেক করে সামনে গিয়ে তার গাড়ি রোধ করার চেষ্টা করে।

মেয়রের বিষয়টি সন্দেহজনক হলে তিনি লুকিং গ্লাসে নজর দেন। এসময় তিনি পেছনে একটি সাদা রঙের প্রাইভেটকার তার গাড়িটিকে অনুসরণ করতে দেখেন। ঘটনাটি উদ্দেশ্যজনক মনে হওয়ায় তিনি ড্রাইভারকে মোটর সাইকেলটিকে ধাওয়া করতে নির্দেশ দেন।

পরে মেয়র ড্রাইভার মোটর সাইকেল টিকে ধাওয়া করলে , এক পর্যায়ে রাজঘাট সংলগ্ন খুলনা মহাসড়কের আহাদ সিমেন্ট মিলস এর সামনে পৌছে মোটর সাইকেল চালক ডানে বাঁক নিয়ে ঘোড়া বটতলা নামক সড়ক দিয়ে জাফরপুরের দিকে ঢুকে পড়ে।

মেয়রও তাৎক্ষনিক ড্রাইভারকে মোটর সাইকেলের পিছু নেয়ার নির্দেশ দেন। সে মোতাবেক মোটর সাইকেলটি ধাওয়া করে জাফরপুর প্রাইমারী স্কুল পর্যন্ত যাওয়ার পর অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা মোটর সাইকেলটি প্রাইমারী স্কুলের দক্ষিণপাশে ফেলে রেখে জঙ্গলের দিকে পালিয়ে যায় বলে জানান।

একই সময় পেছনে অনুসরণ করা প্রাইভেট কারটিকেও বাইপাস সড়ক দিয়ে দ্রুত গতিতে খুলনা অভিমুখে চলে যেতে দেখা যায়। মেয়র সুশান্ত কুমার শান্ত তাৎক্ষনিক ঘটনাটি অভয়নগর থানার ওসি তাজুল ইসলামকে জানালে তিনি ঘটনাস্থলে পৌছে মোটর সাইকেলটি উদ্ধার করেন।

এ ব্যাপারে পৌর মেয়রের দাবি, সন্ত্রাসীরা তার উপর হামলা করার পরিকল্পনা করেছিলো। আর সে জন্য তার পিছু নেয় হামলাকারী। তবে পৌর মেয়রের সজাগ দৃষ্টির কারণে সন্ত্রাসীদের পরিকল্পনা ব্যর্থ হয়।

এ বিষয়ে অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ তাজুল ইসলাম জানান, মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু করেছি। সন্ত্রাসী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে। এবং মেয়রের উপর হামলা চেষ্টার ক্লু উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে বলে জানিয়েছে।