রামপালে দ্রব্যমূল্যের উর্ধগতি, সাধারন মানুষ দিশাহারা

27

মোস্তাফা কামাল, রামপাল থানা প্রতিনিধি।

হটাৎ করে রামপালের বিভিন্ন হাট বাজারে লাগামহীনভাবে চাল ও কাঁচা বাজারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় নিম্ন আয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন। রামপালের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে, গত এক সপ্তাহের ব্যাবধানে সকল প্রকার চালের দাম কেজিতে ৫ টাকা থেকে ৮ টাকা বেড়েছে। বাদ যায়নি মোটা চালের দাম। খুচরা বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫৮ টাকা। মোটা স্বর্ণা চাল ৪০ টাকা ও ইরি আতপ বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

রামপালের বিভিন্ন বাজারের  দোকানিরা দাম বাড়ানোর কারণ জানান যে, খুলনার মোকাম থেকে তাদের  অতিরিক্ত দামে কিনতে হচ্ছে। কাঁচা বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা মরিচ ২ শত থেকে ২১০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ৬০ টাকা, পটল ৫০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, করল্লা ৫০ টাকা, উচ্ছে ৫০ টাকা, লাউ প্রতিটি ৪০ থেকে ৫০ টাকা, আলু ৩৫ টাকা, বরবটি ৬০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুর লতি ৪০ টাকা, সব ধরনের শাক শব্জী ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সদরের কাঁচা বাজার ব্যাবসায়ীরা জানান, বন্যা ও অতিরিক্ত বর্ষায় সবজির খেত তলিয়ে যাওয়ায় খুলনা থেকে অতিরিক্ত দামে পণ্য কিনতে হচ্ছে।

বাজারে আসা ক্রেতারা জানান , করোনা, আমপান ও অতিরিক্ত বৃষ্টি ও বন্যায় সব মালের দাম বেড়েছে। আমাদের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে গেছে।পরিবার  নিয়ে চলতে খুবই কষ্ট হচ্ছে।