সাতক্ষীরা কলারোয়া দু’পক্ষের সংঘর্ষে আহত-২

57

বদরুজ্জামান খোকা , জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় ভাদিয়ালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে দুইজন। আহত ব্যাক্তিরা হলেন নাহার বানু এবং ওসমান গনি। এজহার এর বাদী ইমার আলী জানায় ২৮ শে আগস্ট বেলা আনুমানিক ২.৩০ ঘটিকার সময় কলারোয়া উপজেলার ভাদিয়ালী গ্রামের বাবর আলীর স্ত্রী নাহার বানু ও পুত্র ওসমান গনি প্রতিপক্ষের লোহার রড় ও লাঠির আঘাতে মারাত্মকভাবে জখম হয়ে। আহত ব্যাক্তি কলারোয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। এমতাবস্থায় এই ঘটনাকে কেন্দ্র করে বাবুর আলী ছোট পুত্র বাদী হয়ে কলারোয়া থানায় একটি এজাহার দাখিল করেছেন। এজহার এর বিবরণ অনুযায়ী আসামিরা হলেন ইসাহক বদ্দীর পুত্র মনিরুজ্জামান মন্টু (৫০,)মন্টু বদ্দীর পুত্র নাঈম হোসেন, ও আলিমুল হোসেন, এবং ইসমাইল হোসেনের পুত্র হাবিবুল্লাহ, সাইফুল্লাহ ও মন্টুর স্ত্রী আয়েশা খাতুন। বাদী ইমান আলির এজাহারে বলেন আসামিদের পানি আমার ঘরের সাইট দিয়ে যাওয়ায় আমার ঘর নষ্ট হওয়ার উপক্রম। একথা বলাই আসামিরা লোহার রড, ধারালো অস্ত্র ও বাঁশের লাঠি নিয়ে আমাকে একা পেয়ে এলোপাতাড়ি ভাবে মারতে থাকে। এসময় আমার চিৎকারে আমার ভাই ওসমান গনি এবং মা নাহার বানু আমাকে বাঁচানোর চেষ্টা করলে তাদেরকেও এলোপাতাড়ি ভাবে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মেরে মারাত্মকভাবে জখম করেছে। এ ঘটনার পরপরই আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে প্রথমে কলারোয়া হসপিটালে ভর্তি হয়ে চিকিৎসা নেই। পরবর্তিতে কলারোয়া থানায় একটি এজাহার দাখিল করেছি। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুল গিয়াস এর কাছে জানতে চাইলে তিনি বলেন যখমের বিষয়টি সত্য। তবে মামলার বিষয়টি তদন্ত সাপেক্ষে রেকর্ড করা হইবে।