অভয়নগরে জমি নিয়ে নিয়ে সংঘর্ষ এড়াতে আদালতের ১৪৪ ধারার আদেশ

44

স্টাফ রিপোর্টার
অভয়নগর উপজেলার ৮নং সিদ্ধিপাশা ইউনিয়নের নাউলি গ্রামে জমি নিয়ে ব্যপক সংঘর্ষ এড়াতে নালিশি জমির উপর যশোরের বিজ্ঞ অতি: জেলা ম্যাজি: নির্বাহী আদালত ফৌজ: কার্য: বিধির ১৪৪ ধারা জারির আদেশ প্রদান করেছেন। মামালা নং পি- ৫৭৮/২০ স্বারক নং ১১৯২ তারিখ ০১/০৯/২০২০ ধারা ১৪৪। মামলা সূত্রে জানাযায় মো: জহর মহলদারের ছেলে মিন্টু মহলদার তার পিতার পক্ষে বাদী হয়ে নাসির তরফদার সহ ৫ জনকে বিবাদী করে উক্ত মামলা দায়ের করেছেন। আদালত অভয়নগর থানাকে ১৪৪ ধারার আদেশ জারি করতে নির্দেশ প্রদান করেছেন। ওসি অভয়নগরের নির্দেশে এস আই নাসির উদ্দিন (নি:) উক্ত আদেশ তামিল করেছেন । মামলার অরজি থেকে আরো জানাযায় ৯৯৭ নং আর এস খতিয়ানের ৫৫০,৫৫১ নং দাগের মোট৩৮ শতক জমির মালিক জহর মহলদার। এ বিষয়ে নাসির তরফদার এ প্রতিবেদককে জানালেন ১৯৮৫ সালে ৭১৩৩ নং কবলা দলিলের মাধ্যমে ক্রয় করে নামপত্তন করে দাখিলাকেটে তিনি বোগ দখলে আছে। তিনি আরো বলেন চলতি মাসের ৫তারিখে মিন্টু তার লোক জন নাসিরের উপর হহামলা করায় তিনি একঠি পিটিশন মামলা দায়ের করেছেন মামলা নং ৩৩৯/২০তারিখ ০৭/০৯/২০২০। ঘটনাস্থলে গিয়ে দেখাগেছে প্রতিপক্ষ হামলা করে নাসির উদ্দিনের বাড়ী ভাংচুর করেছে ও একাধিক গাছপালা কেঠে নিয়েছে। এবিষয়ে মিন্টু জানালেন পয়ত্রিক সূত্রে তারা এ জমির মালিক ।