সাতক্ষীরায় বাংলাদেশ জামিয়াতুল মোদারেছীর্ন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

33

বদরুজ্জামান খোকা, (জেলা প্রতিনিধি-সাতক্ষীরা)
বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সাতক্ষীরা সদর উপজেলার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৬শে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকা সময় সাতক্ষীরা জেলার প্রাণকেন্দ্র লেক ভিউ তে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এ এম ওযায়েরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি আলহাজ্ব আবুল কালাম বাবলা।উক্ত অনুষ্ঠানে জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক মাওলানা আলতাফ হোসাইন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামিয়াতুল মোদারেছীর্ন সাধারণ সম্পাদক মাওঃ জালালউদ্দীন। এ সময় সাতক্ষীরার সদরের ৪৭ টি মাদ্রাসার মধ্য চল্লিশটি মাদ্রাসার প্রধান সহ ৫ থেকে ৭ জন করে শিক্ষক কর্মচারী এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় আগামীতে সাতক্ষীরা সদরের মাদ্রাসাগুলোর পরিচালনার দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন মাওলানা আলতাফ হোসাইন। এবং প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি মহোদয় বলেন শিক্ষক সমাজ জাতির আয়না স্বরূপ। প্রতিটি মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদান উন্নয়নের কথা তুলে ধরেন। এবং আরো কিভাবে দেশকে এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন বাংলাদেশ আজ বিশ্বের কাছে একটি রোল মডেল স্বরূপ। তাই সকলের ঐক্য প্রচেষ্টায় বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বনির্ভর। প্রতিটি মাদ্রাসা প্রধানকে স্বচ্ছভাবে মাদ্রাসা কার্য পরিচালনা করার জন্য তিনি অনুরোধ করেন। এসময় মাদ্রাসার সুপার সহ উপস্থিত শিক্ষকগণ এমপি মহোদয় ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।