ফুলতলায় ভ্রাম্যমাণ আদালতে ৬ ব্যবসায়িকে ১১ হাজার টাকা জরিমানা

89
জিল্লু শেখ
ফুলতলায় খুলনা বিভাগীয় কার্যালয়ের বাজার তদারকিতে বুধবার সকালে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক ক্ষমতাবলে খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাজমুল হাসান যশোর জেলার নোয়াপাড়া এবং খুলনা জেলার ফুলতলা এলাকায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় মেডিসিন  ফার্মেসি কে (৫০০০) পাঁচ হাজার টাকা, শফিক ষ্টোর মুদি দোকানদারকে (২০০০) দুই হাজার টাকা,ইব্রাহিম হোসাইন হোটেল এর মালিককে (২০০০) দুই হাজার টাকা,ফুলতলা বাজারের চা পাতি বিক্রয় কারককে (২০০০) দুই হাজার টাকা সহ পাশাপাশি পিঁয়াজ, আলু এবং চালের বাজার তদারকি করে।  ভোক্তা অধিকার বিরোধী কার্য সম্পাদনের অপরাধে  ৬টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ১১ হাজার টাকা  জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে সচেতনমূলক লিফলেট ও প্যাম্পলেট বিতরণের পাশাপাশি ব্যাবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। এপিবিএন সদস্যদের  সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানা যায়।