দামোদর ইউপি চেয়ারম্যানের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান

60
শেখ জিল্লুর রহমান, ফুলতলা থানা প্রতিনিধি।।
খুলনা  জেলার ফুলতলা দামোদর ইউনিয়ন পরিষদের ১৫টি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা প্রদান করেন দামোদর ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুঁইয়া (শিপলু)।
 বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। গত বৃহস্পতিবার মহাষষ্ঠী পূজার মধ্য দিয়েই দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ঢাকের বোল, কাঁসর ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠেছে পূজামন্ডপ। তবে করোনাভাইরাস মহামারির কারণে পূজায় অনেকটা সীমাবদ্ধ থাকছে মন্ডপগুলো  এবং স্বাস্থ্য বিধি মেনে উৎসব করার নির্দেশনা দেন ফুলতলা উপজেলা প্রশাসন।
গতকাল (শনিবার ২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৬ টার থেকে শুরু করে দামোদর ইউনিয়ন পরিষদের আওতাধীন বিভিন্ন মন্দিরের  সবগুলো পূজামন্ডপ পরিদর্শনসহ সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিটি ওয়ার্ডের ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ পূজামণ্ডপের পরিচালনা পরিষদের কর্মকর্তা বৃন্দ।