কোটালীপাড়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ মিথ্যা প্রমাণিত

71

হৃদয় বিশ্বাস- কোটালীপাড়া থানা প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ১২নং কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়ের করা সমস্ত অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে তদন্ত শেষে এ প্রতিবেদন পাঠানো হয়েছে।

মঙ্গলবার চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে স্থানীয় সরকার বিভাগ ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশে তদন্ত কাজ শুরু করেন জেলা প্রশাসন। তদন্ত শেষে চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি বলে গত  ১৯ আগস্ট স্থানীয় সরকার বিভাগ ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে জেলা প্রশাসক শাহিদা সুলতানা স্বাক্ষরিত একটি তদন্ত প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, কয়েকজন ইউপি সদস্য ও স্থানীয় ব্যক্তি প্রধানমন্ত্রীর কার্যালয় বরাবর চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫টি  অভিযোগ দাখিল করেন। পরে অভিযোগের বিষয় জেলা প্রশাসনকে তদন্ত করার নির্দেশ দেন স্থানীয় সরকার বিভাগ ও সমবায় মন্ত্রণালয়।
এ ব্যাপারে উত্তম কুমার বাড়ৈর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে বলেন শুধু আমাকে এবং আমার পরিবারকে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করার লক্ষে একটি কু-চক্রিমহল প্রধানমন্ত্রীর কাছে মিথ্যা অভিযোগ করে।