দাকোপে আবারো নৌকার মনোনয়ন প্রত্যাশী যারা

50
রনি মজুমদার (স্টাফ রিপোর্টার)
আসছে ইউ পি নির্বাচনকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে আগাম প্রচারণা। পিছিয়ে নেই বর্তমান জনপ্রতিনিধিরাও। সরেজমিনে দেখা যায় গত ৫ বছরে উপকূলীয় এলাকা দাকোপে অনেক কাজ হলেও করোনায় পিছিয়ে গিয়েছে অনেক পরিকল্পনা। দাকোপবাসীর অনেক প্রত্যাশা এই সরকারের আমলে পুরন হলেও এখনো রয়ে গেছে বেশ কিছু সমস্যা। প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করেও তারা এগিয়ে যাচ্ছেন উন্নয়নের দিকে।
সরেজমিনে গিয়ে দেখা যায় ব্যতিক্রমী কাজ করেছেন বেশ কিছু জনপ্রতিনিধি। তাদের মধ্যে অন্যতম হলেন বানিশান্তা ইউ পি চেয়ারম্যান সুদেব কুমার রায়, লাউডোব ইউ পি চেয়ারম্যান সরোজিৎ কুমার রায় এবং বাজুয়া ইউ পি চেয়ারম্যান রঘুনাথ রায়।
বাংলাদেশের অন্যতম সমুদ্র বন্দর মংলার ঠিক পশ্চিম পাড়েই অবস্থিত খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা ইউনিয়ন। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে টিকে রয়েছে এই জনপদ। গত ৫ বছরে সুপেয় খাবার পানির জন্য স্থাপনা করা হয়েছে বেশ কয়েকটি ট্যাংক। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, আগে যেখানে প্রায় ৩০ মিনিটের পথ পাড়ি দিয়ে সুপেয় খাবার পানি সংগ্রহ করতে হত এখন ২ থেকে ৪ মিনিটের পথ পাড়ি দিয়েই সুপেয় খাবার পানি সংগ্রহ করা যায়। তবে এই সুবিধা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে চান বানিশান্তা ইউ পি চেয়ারম্যান সুদেব কুমার রায়। নির্বাচন বিষয়ে তিনি সি আই এন টিভি ২৪কে বলেন,  জনগন এবং স্থানীয় নেতৃবৃন্দ সহ মনোনয়ন বোর্ডের নেতৃবৃন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি চান তাহলে বানিশান্তা ইউনিয়নে আবারো নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করতে চাই।
উপজেলার লাউডোব ইউ পি চেয়ারম্যান সরোজিৎ কুমার রায়ের মুখেও নৌকা নিয়ে প্রত্যাশার বানী শোনা যায়। তবে দলের সিদ্ধান্তের বাইরে তিনি নির্বাচন করবেন না বলে জানিয়েছেন চার চারবারের নির্বাচিত এই জনপ্রিয় চেয়ারম্যান। তার হাত ধরেই এই এলাকায় গড়ে উঠেছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান যা আলোর দিশারী হয়ে শিক্ষার আলো জালাচ্ছে এই উপকূলীয় ইউনিয়ন লাউডোবে। তিনিও আগামী নির্বাচনে নৌকার মাঝি হতে চান।
বাজুয়া ইউ পি চেয়ারম্যান রঘুনাথ রায় শারীরিক ভাবে কিছুটা অসুস্থ হলেও ছেদ পড়েনি উন্নয়ন কাজে। সকল বাধা পার করে এলাকায় ডিজিটাল সুবিধার আওতায় এনেছেন তিনি। সুযোগ পেলে তিনি শেষ বয়সে আবারো নৌকার ঝান্ডা হাতে বঙ্গবন্ধুর নৌকার বিজয় নিশান এই বাজুয়া ইউনিয়নে তুলে ধরতে চান।