দক্ষিণ নড়াইলে হত্যা মামলার ৩ আসামী পালাতক, ১ জনের রিমান্ড শেষ

136

স্টাফ রিপোটার,
দক্ষিণ নড়াইলের আলোচিত মাদক কারবারি যুবক হত্যা মিশনে থাকা এক আসামী ইউসুফ কে পুলিশ গ্রেফতারের পর ৩ দিনের রিমান্ড শেষে আবার ও জেলহাজতে প্রেরণ করেছে । হত্যার বিষয়ে আসামী গুরুত্ব পূর্ণ তথ্য প্রদান করেছে বলে জানিয়েছে নড়াইল থানার তদন্ত অফিসার শিমুল কুমার দাস তিনি জানান ১নং আসামী ইউসুফ রিমান্ডে থাকাকালে অনেক গুরুত্ব পূর্ণ তথ্য প্রদান করেছে তবে আরো দীর্ঘ তদন্তের সার্থে কিছুই বলা সম্ভাব না । উল্লেখ্য অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ নড়াইল মাদক সিন্ডিকেট সদস্যের আত্মহত্যার ১৩ দিনপর রহস্য ফাঁস হওয়ায় আদালতে হত্যা মামলা দায়েরের পর ১ জন আসামী অভয়নগর উপজেলার ভৈরব উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ নড়াইলের চাকই গ্রামে ইউসুফ বেনাপোলের ভারত সীমান্ত থেকে গ্রেফতার হয় । মাদক কারবারির কুখ্যাত সিন্ডিকেট হোতা চাকই গ্রামের মৃত শরিতুল্য মোল্যার ছেলে ইউসুফ মোল্যার মাদক সরবরাহ কারী নামে খ্যাত মৃত সাইফুল মোল্যার ছেলে টিটো মোল্যা। চলতি মাসের ১৬-১১-২০ তারিখে সন্ধ্যার পর বাড়ী থেকে বাহির হয়ে আর ফিরে আসেনি,পরে একই দিন দিবাগত রাত ৯.০০ ঘটিকার সময় পার্শ্ববতী মধূরগাতী গ্রামের মফি মোল্যার বাগানে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা নড়াইলের মির্জাপুর ক্যাম্প পুলিশকে খবর দিলে এসআই জাকির হোসেনের নেতৃত্বে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করে, নড়াইল থানায় একটি অপমৃত্যু মামলা হয় যার নং ৫৯/২০। জানা গেছে মৃত্য টিটো মোল্যা একজন ছোটখাটো মাদক ব্যবসায়ী ও জাল টাকার সাপলাইয়ার হিসাবে দীর্ঘ দিন কাজ করত এবং মাদক বিক্রেতা হিসাবে ইউসুফের সহোযোগি ছিলো , তবে মাদক বিক্রয় করে ইউসুফকে জাল টাকা দিতো আর প্রতিনিয়ত বলত পার্টি জাল টাকা দিয়েছে । টিটোর ছোট মামা আকিজ শেখ বাদী হয়ে ২৬/১১/২০২০ তারিখে ৫ জনের নাম উল্লেখ করে নড়াইল আমলী আদালতে দ-বিধি ৩০২/৩৪ ধারায় হত্যা মামলা দায়ের করে যার নং এম পি ১১২/২০। একই বিষয় নিয়ে নড়াইল থানায় মিঠু মোল্যা বাদি হয়ে ৩০২/২০১/৩৪ ধারায় চার জন কে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে যার নং ১৫, তারিক ২৯/১১/২০২০। এলাকাবাসী দাবীকরেছে এই হত্যা মামলার পুলিশ মাত্র একজন আসামী কে গ্রেফতার করেছে আর কোন আসামী গ্রেফতার করেনি । দ্রুত আসামী দের গ্রফতার করে তাদের আইনের আওতায় আনার আহব্বান ও জানান এলাকা বাসী ।