যশোরে অর্ধশতাধিক মানুষ করোনায় সনাক্ত

45
উৎপল ঘোষ,(ক্রাইম রিপোর্টার )যশোরঃ
যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবি প্রবি)জেলেম সেন্টারে পরীক্ষায় ৫৭জনের নমুনার করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।এর মধ্যে ৫০টি নমুনাই যশোরের।
বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষা দলের সদস‍্য অধ‍্যাপক ডাক্তার মোঃ ইকবাল কবির জাহিদ জানান,গতকাল তাদের ল‍্যাবে মোট ২৪২টি নমুনা পরীক্ষা করা হয়।তার মধ্যে যশোর ও মাগুরা জেলার সন্দেহভাজন করোনা রোগীদের  শরীর থেকে নমুনা সংগ্রহ করা।এর মধ্যে ১৮৫টি নমুনা নেগেটিভ বলে শনাক্ত হয়।
যশোর জেলার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়।এর মধ্যে ৫০টিতে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।আর মাগুরা জেলার২৭টি নমুনার মধ্যে ৭টি পজেটিভ রেজাল্ট দেয়।
স্বাস্থ‍্য বিভাগের হিসেব অনুযায়ী গতকাল রাত পর্যন্ত যশোর জেলায় মোট পাঁচ হাজার ৮৮৩জনের শরীরে করোনা ভাইস শনাক্ত হয়েছে।এর মধ্যে মৃত্যু বরন করেছেন ৬৮ জন,সুস্থ হয়ে উঠেছেন পাঁচ হাজার ২১জন।হাসপাতালে ১৭জন এবং বাড়িতে চিকিৎসাধীন আছেন ৭৭৭জন।