ফুলতলায় অসহায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মী

239

শেখ জিল্লুর রহমান, ফুলতলা থানা প্রতিনিধি।

দেশে করোনা সংক্রমণের মধ্যে সারাদেশের ন্যায় খুলনার ফুলতলা উপজেলাতে শুরুহয়েছে ধান কাটার মৌসুম। সচরাচর ধান কাটার জন্য এপ্রিলের শুরুর দিকে দেশের বিভিন্ন জায়গা থেকে দলবেঁধে শ্রমিকরা এ অঞ্চলে আসতে শুরু করেন। তবে এবার করোনার প্রভাব ও লকডাউনে প্রয়োজনীয় শ্রমিক আসেননি। ফলে শ্রমিকের অভাবে ধান কাটা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। শ্রমিক সংকটের কারণে ফসল তোলা নিয়ে দিশেহারা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। এ রকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় ফুলতলা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে খুলনা জেলার ফুলতলা উপজেলার ২নং দামোদর ইউনিয়ন পরিষদের আলকা গ্রামের অসহায় এক কৃষকের ১বিঘা জমির ধান কেটে দেওয়ার মধ্য দিয়ে খুলনার ফুলতলা উপজেলা ছাত্র লীগের ধান কাটা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেনের নেতৃত্বে ফুলতলাতে অসহায় কৃষকের ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মী।অসহায় কৃষক হলেন আলকা মৌজার মোঃ ইয়াছিন গাজী। এ সময়ে উপস্থিত ছিলেন , নাজমুল হোসেন মিঠু ,তুহিন কুন্ডু, এনামুল কবির, আহসান ইমন আলাউদ্দিন আক্তার, তাসমির হাসান, সাবিবুল ইসলাম আলম, হাসিবুল ইসলাম শান্ত ,মাহমুদ মোড়ল ,ইমন হোসেন, সরদার ইলাহি, মইনুল ইসলাম ,রিফাত, ইমন ,মামুন