ফুলতলার পানি ফুলতলায় থাকবে : রাজিব ভুঁইয়া ফাউন্ডেশনের আলোচনা সভায় বক্তারা

108
শেখ জিল্লুর রহমান, ফুলতলা থানা প্রতিনিধি।।
শুক্রবার বিকাল ৫টায় খুলনার ফুলতলা উপজেলা সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের মাঠে রাজিব ভুঁইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ওয়াসা কর্তৃক ফুলতলা থেকে পাইপ লাইনের মাধ্যমে ভূর্গস্থ পানি নেওয়ার প্রতিবাদে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেন ফুলতলা রাজীব ভুঁইয়া ফাউন্ডেশনের পরিচালক ও তরুণ শিল্পপতি জহির উদ্দিন রাজীব ভুঁইয়া।
উক্ত আলোচনা সভায় বক্তরা তাদের বক্তব্যের মাঝে স্পষ্ট জানিয়েছেন যে,  ফুলতলা থেকে পানি নিতে দেবো না, প্রয়োজনে রক্ত দিবো,  কিন্তু ফুলতলা থেকে পানি নিতে দেবো না। এই স্লোগান নিয়ে ঈদের পরেই রাজপথে নামবেন ফুলতলার সাধারণ জনগণ।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অনুপম মিত্রের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন  পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, বিশিষ্ট শ্রমিক নেতা শেখ আ: রশিদ, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস,  উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ি সুমন সরদার, বণিক কল্যাণ সোসাইটির সহ-সাধারণ সম্পাদক সাঈদ আলম মোড়ল, সহ-সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন নাইস, যুবলীগ নেতা মোঃ রবিউল ইসলাম মোল্যা, শেখ মনিরুল ইসলাম, এ্যাড. আব্দুল কায়ুম নয়ন, ইমরুল কায়েস নিতু, রমজান আলী মিন্টু, জি এম ইমদাদুল হক মিটুল, রেজোয়ান হোসেন রেদো, , আর জি রহমান প্রমুখ। পরে মোঃ হযরত আলীর পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।