ফুলতলায় ইউএনও সাদিয়া আফরিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত

151
শেখ জিল্লুর রহমান, ফুলতলা থানা প্রতিনিধি।
ফুলতলায় করোনা সংক্রমনে উর্ধ্বগতি রোধে উপজেলা প্রশাসন ঘোষিত সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ আরোপের তৃতীয় দিনে রোববার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও সাদিয়া আফরিন এবং সহকারী কমিশনার (ভূমি) রুলী বিশ্বাস এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন। এ সময় সংক্রমন রোগ প্রতিরোধ আইনে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।
ইউএনও সাদিয়া আফরিনের নেতৃত্বে ফুলতলাতে ব্যাপক জনসচেতনতা মূলক প্রচার প্রচারণা চালানো হচ্ছে,,, প্রচার প্রচারণার পাশাপাশি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা ও নগত অর্থ আদায় করছেন। সকলকে সামাজিক দুরত্ব বজায় রেখে মাক্স পড়েন করে বিশেষ প্রয়োজনে চলাচলের জন্য এবং প্রয়োজন ছারা বাড়ির বাইরে না বেরনের জন্য  আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, মাওঃ সাইফুল হাসান খান, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আফরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, সাংবাদিক নিসার উদ্দিন, সাংবাদিক শেখ মনিরুজ্জামান সহ আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।