বঙ্গবন্ধু গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্ণামেন্টে ফুলতলা উপজেলা একাদশ ফাইনালে

47
শেখ জিল্লুর রহমান, ফুলতলা থানা প্রতিনিধি।
বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০২১ অনুর্ধ্ব-১৭ এর ফুটবল টুর্ণামেন্ট এর ইউনিয়ন ভিত্তিক খেলা শেষে উপজেলা ভিত্তিক খেলা অনুষ্ঠিত হয়। ফুলতলা উপজেলার চারটি ইউনিয়ন পরিষদের টিম থেকে সেরা খেলোয়াড় যাচাই-বাছাই করে উপজেলার একটি টিম গঠনের মধ্যে দিয়ে উপজেলা ভিত্তিক খেলায় অংশ গ্রহণ করেন ফুলতলা উপজেলা ফুটবল একাদশ।
অদ্য-১৫/০৬/২০২১ ইংরেজী তারিখ মঙ্গলবার খুলনা জেলা স্টেডিয়ামে সকাল ১০টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্ট-২০২১ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত সেমিফাইনালে পাইকগাছা উপজেলাকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করে ফুলতলা উপজেলা একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়েছে।
ফাইনালে নিজেদের স্থান চুরান্ত করে ফুলতলা উপজেলা একাদশ উপজেলায় এসে পৌছালে তখন সকল খেয়ে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ শেখ আকরাম হোসেন, ইউএনও সাদিয়া আফরিন, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শাহীন আলম, নির্বাচন কর্মকর্তা শেখ জাহিদুর রহমান, উপজেলা রিসোর্স কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম রনি, আইসিটি কর্মকর্তা পুষ্পেন্দু দাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিনা থাতুন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল কাশেম, খাদ্য পরিদর্শক পল্লব ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, ফুটবল কোচ তারেক হাসান নাইচ ও ম্যানেজর আবু সাঈদ কবির মোল্যা ও বিজয়ী দলের ক্যাপ্টেন মোঃ রাসেল ।