অভয়নগরে ভৈরব উত্তর পূর্বাঞ্চলে পুলিশের করোনা বিরোধি প্রচার যেন জন সমুদ্র

115
মেহেদী হাসান ইরান, জেলা প্রতিনিধি (যশোর)
ছবিটা কোন গন সমাবেশ বা রাজনৈতিক প্রগ্রামের নয়, নয় কোন  হকার কিম্বা লেকছার বিক্রেতার। গতকাল বুুধবার  বিকাল ৬.৩০মিনিটে অভয়নগর থানার ভৈরব উত্তর পূর্বাঞ্চলের চাকইবাজার থেকে সি আই এনের ক্যমেরায় বন্ধি হয়েছে। এক পুলিশ অফিসারের করোনা বিরোধি প্রচারের চিত্র এটি।ঘটনাটি ঘটেছে অভয়নগর উপজেলার ৬ নং বাঘুটিয়া ইউনিয়নের চাকই মরিচা বাজারে। জানাগেছে করোনার করোনীয়তক সম্পর্কে ভাটপাড়া পুলিশ ক্যাম্পের এস আই অভিজিত রায় চাকই মরিচা বাজারের দোকানদার ও স্থানীয় পথচারী দের সতর্ক বানী প্রচার করার জন্য ছিল এ জন সমাবেশ। এ বিষয়ে এস আই অভিজিত রায় জানালেন করোনার করোনিয় তা সম্পর্কে বাজার কমিটি ও দোকানদার দের জানানোন জন্য মূলত এ পথ সভা করছিলেন তিনি। তিনি আরো জানালেন প্রর্থমে বাজার কমিটি ও দোকানদারদের ডাকলে ও পরে সাধারন জনতা ভিড়ে গেলে লোক বেশি হয়েযায়। বৈশ্বিক করোনার তান্ডবে গোটা বিশ্ব যখন বাকরুদ্ধ, বাংলাদেশ তখন হতাশাগ্রস্থ গোটা যশোর যখন নকডাউনের আওতায় তখনই অভয়নগর থানার ভাটপাড়া পুলিশ তদান্ত কেন্দ্রের এস আই অভিজিত রায়ের এ ধরনের গন সমাবেশ মূলোক প্রচারনা করোনা ঝুকি বাড়াবে বলে মন্তব্য করেছেন এলাকা বাসি। নাম প্রকাশ না করার শর্তে উপস্থিত এক জন জানালেন পুলিশ এসে যেনো জন সমাবেশ করছে,আর সাধারন মানুষ এক জায়গাতে আসলে ধরে পিটাচ্ছে।সচেতন মহল জানিয়েছে  পুলিশের স্বাস্থবিধি মানার ব্যপারে আনেক বেশী সতর্ক না হলে   অভয়নগরে করোনার ভয়াবহ মহামারি হিসাবে পৌছেযেতে পারে।