অভয়নগরে রোগী বহনকারী যানবাহন আটক

67
শেখ আলী আকবার সম্রাট (ক্রাইম রিপোর্টার) যশোর
যশোর অভয়নগর উপজেলার পৌর নওয়াপাড়া আকিজ জুট মিল সংলগ্ন এলাকা থেকে একটি রোগী বহনকারী ইজিবাইক আটকে রেখে সাদা কাগজে নাটকীয় মামলা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  ব্যাটারি চালিত ইজি-বাইকের চালক মোঃ নুর ইসলাম জানান, গতকাল (২৩ জুলাই) সকাল  ১১ টার সময় রোগী বহনকরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার ব্যাটারি চালিত ইজিবাইকটি আটকে রাখে হাইওয়ে থানা পুলিশ।
তিনি অভিযোগ করে আরো বলেন, তাঁর  কোন কথা শোনার আগেই সাদা কাগজে নাম আর মোবাইল নম্বর লিখে  চালকের হাতে দিয়ে বাইকটি জব্দ করে রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে হাইওয়ে থানার দায়িত্বে থাকা সার্জেন্ট জাহাঙ্গীরের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, রোগী বহনকরা কোন গাড়ি তারা আটকে রাখেন না।  রোগীর অবস্থা বুঝে এবং মেডিসিন দ্রব্য থাকলে সেক্ষেত্রে গাড়ি ছেড়ে দেওয়া হয়। তবে পরক্ষণে সাংবাদিক সম্রাট আটককৃত ইজি বাইকটির চালকের কাছ থেকে পাওয়া ভাষ্য তুলে ধরলে তিনি বলেন,  আমরা সন্ধার পরে আজকের আটককৃত সকল ইজি বাইকের লিষ্ট এসপি অফিসে পাঠিয়েছি এসপি’ অফিস থেকে নির্দেশ দিলে তবেই আটককৃত সকল ইজি বাইক ছেড়ে দেওয়া হবে।